৫ দিন পর দেশের শেয়ারবাজারে আশার আলো
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৬
৫ দিন পর দেশের শেয়ারবাজারে আশার আলো
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ দিন পর সূচকের উত্থানে দেশের শেয়ারবাজারে আশার আলো। এদিন সূচকের সাথে শেয়ারবাজারে বেড়েছে লেনদেন।টানা পাঁচ দিনের পতনে সূচক কমেছিল ৫০ পয়েন্টেরও বেশি।


২৭ ফেব্রুয়ারি, ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


তথ্যসূত্র মতে, আজ দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৯৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১৮ পয়েন্টে।


এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬ টির, দর কমেছে ৯৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫৬ টির। ডিএসইতে ২৬১ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩০ কোটি ৩২ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৩১ কোটি ৪১ লাখ টাকার।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৯৮ পয়েন্টে। সিএসইতে ১৩৯ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মধ্যে ২৯টির দর বেড়েছে, কমেছে ৪০টির এবং ৭০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯ কোটি ২৫ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।


দর বেড়েছে যেসব কোম্পানির : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৬ টি কোম্পানির দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মেট্রো স্পিনিং লিমিটেডের। গেল কর্মদিবসে মেট্রো স্পিনিং লিমিটেডের ক্লোজিং দর ছিল ৩১ টাকা ৫০ পয়সা। এদিন লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৩৪ টাকা ৬০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে।


অন্যান্য কোম্পানিগুলো হলো : আমরা নেটওয়ার্কসের ৮.৭৯ শতাংশ, জেমিনি সি ফুডের ৮.৭৪, ওরিয়ন ইনফিউশনের ৮.৩০, এডিএন টেলিকমের ৮.২৮, জেনেক্স ইনফোসিসের ৮.১৩, মনোস্পুল পেপারের ৭.২৬, এ্যাপেক্স ফুটওয়্যারের ৬.১৭, বসুন্ধরা পেপার মিলসের ৫.৮১ এবং জেএমআই হসপিটালের ৫.৪৩ শতাংশ দর বেড়েছে।


দর কমেছে যেসব কোম্পানির: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০০ টি কোম্পানির দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সি পার্ল হোটেলের। এর আগের কর্মদিবসে সি পার্ল হোটেলের ক্লোজিং দর ছিল ২৮০ টাকা ৭০ পয়সা। এদিন লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ২৭৭ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৪০ পয়সা বা ১.২১ শতাংশ কমেছে।


অন্যান্য কোম্পানিগুলো হলো : বিডি কমের ১ শতাংশ, সোনালী আঁশের ০,৯৯, জিল বাংলা সুগার মিলসের ০.৯৯, আরামিট লিমিটেডের ০.৯৯, রহিম টেক্সটাইলের ০.৯৮, দুলামিয়া কটন স্পিনিংয়ের ০.৯৮, এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেডের (প্রাণ) ০.৯৮, রেনউইক যজ্ঞেশ্বরের ০.৯৮ এবং মেঘনা ইন্নুরেন্স কোম্পানি লিমিটেডের ০.৯৮ শতাংশ দর কমেছে।


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com