জাতীয় বিমা দিবসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৯
জাতীয় বিমা দিবসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আগামী ১ মার্চ ঢাকাসহ সারাদেশে পালিত হবে জাতীয় বিমা দিবস। জাতীয় বিসা দিবসে এবারের প্রতিপাদ্য ‘আমার জীবন আমার সম্পদ, বিমা করলে থাকবে নিরাপদ’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিমা দিবসের উদ্বোধনের কথা রয়েছে।


সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত বিমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আর্থিক প্রতিষ্ঠানের বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। আইডিআরএর চেয়ারম্যান মোহম্মদ জয়নুল বারী এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন।


এই বিষয়ে আইডিআরএর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী গণমাধ্যমকে বলেন, আমরা গত এক মাস ধরে বিমা দিবস নিয়ে কাজ করছি। বিমা দিবসটি প্রচার ও প্রসারের লক্ষ্যে ২৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com