
আগামীকাল থেকে কর্মবিরতিতে যাবে সারা বাংলাদেশের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টরা (সি অ্যান্ড এফ এজেন্ট)।
২৯ জানুয়ারি, রবিবার ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব সুলতান হোসেন খান বলেন, আগামী ৩০ ও ৩১ শে জানুয়ারি বাংলাদেশের কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে কর্মবিরতি পালন করা হবে। দাবি আদায় না পর্যন্ত এই কর্মবিরতি চলমান থাকবে।
তারা জানান, গত ২২ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষের নিকট এই দাবি পেশ করা হয়েছিল। এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো কার্যকর সিদ্ধান্ত পাওয়া যায়নি।
বিবার্তা/সানজিদা/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]