
সিলেটের বিয়ানীবাজারে পরিত্যক্ত ১ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিড গ্যাস সরবরাহ শুরু হয়েছে। যার ফলে প্রতিদিন এই কূপ থেকে জাতীয় গ্রিড সঞ্চালন লাইনে যুক্ত হবে প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস।
সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে পরীক্ষামুলক ভাবে জাতীয় গ্রীড লাইনে যুক্ত করা হয় এই কূপ থেকে নতুনভাবে উত্তোলিত গ্যাস।
সিলেট গ্যাসফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের সঙ্গে উপজাত হিসেবে মিলবে ১৪০ ব্যারেল কনডেনসেট।
এর আগে গত সেপ্টেম্বরে বিয়ানীবাজারে পরিত্যক্ত অবস্থায় থাকা ১ নম্বর কূপ খনন কাজ শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এই গ্যাসক্ষেত্রের ২ নম্বর কূপ থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ হচ্ছে।
১৯৯৯ সালে এই কুপটি থেকে বাণিজ্যিক ভাবে গ্যাস উত্তোলন শুরু হয়ে ২০১৭ সালে কুপটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়। গত ১০ নভেম্বর মাত্র ৫৫ কোটি টাকা ব্যায়ে ৫ বছর আগে বন্ধ হয়ে যাওয়া কুপটি ওয়ার্ক ওভারের কাজ শেষ করে সিলেট গ্যাসফিল্ড লি.।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]