শিরোনাম
‘স্থিতিশীল উন্নয়নের জন্য কর জিডিপির অনুপাত বাড়াতে হবে’
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১৯, ২২:১৩
‘স্থিতিশীল উন্নয়নের জন্য কর জিডিপির অনুপাত বাড়াতে হবে’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্থিতিশীল উন্নয়ন চাইলে অবশ্যই কর জিডিপির অনুপাত বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। শনিবার (৩০নভেম্বর) আয়কর দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, বর্তমানে দেশে ১৬ কোটির বেশি মানুষ থাকলেও কর দেন মাত্র ১ শতাংশ। এটি গৌরবের বিষয় নয়। এশিয়ার মধ্যে বাংলাদেশেই সবচেয়ে কম সংখ্যক মানুষ কর দেন।


অনুষ্ঠান শেষে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি এনবিআরের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মৎস্য ভবন, প্রেস ক্লাব, পল্টন হয়ে আবার এনবিআরের সামনে এসে শেষ হয়।


​এতে অভিনেতা ইনামুল হক, চিত্রনায়ক রিয়াজ, ওমর সানি, চিত্রনায়িকা মৌসুমী, অপু বিশ্বাস, বর্ষা, কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, এসডি রুবেল, অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, নির্মাতা সালাউদ্দিন লাভলু ছাড়াও বিভিন্ন পেশাজীবী অংশ নেন।


এবারের জাতীয় আয়কর দিবস-২০১৯ এর স্লোগান হচ্ছে- ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর।’ আর প্রতিপাদ্য ‘কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন।’ রাজধানীসহ দেশের সব বিভাগীয় শহরেও জাতীয় আয়কর দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com