শিরোনাম
প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি নিয়ে যা বলছেন অর্থনীতিবিদরা
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৮
প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি নিয়ে যা বলছেন অর্থনীতিবিদরা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দুর্নীতি করলে ব্যক্তি বা দলের কেউ ছাড় পাবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে হুঁশিয়ারি দিয়েছেন তা সময়োপযোগী বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। এ উদ্যোগ অব্যাহত থাকলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনসহ বাজেটের প্রয়োজনীয় খাতে বরাদ্দ বাড়ানো যাবে বলে মনে করেন তারা।


সম্প্রতি শুরু হওয়া ক্যাসিনো ও দুর্নীতি বিরোধী অভিযানের মধ্যে শনিবার (২৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযান অব্যাহত রাখবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।


প্রধানমন্ত্রীর এ হুঁশিয়ারিকে স্বাগত জানিয়ে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকলে উন্নয়নের লক্ষ্য অর্জন সম্ভব।


পিকেএসএফ চেয়ারম্যান কাজী খলিকুজ্জমান বলেছেন, সব জায়গায় যদি দুর্নীতি কঠোরভাবে দমন করা যায় তাহলে আমাদের যা অর্জন হয়েছে তা আরো সুসংহত হবে এবং উন্নত রাষ্ট্র হওয়ার লক্ষ্যে আরো দ্রুত এগিয়ে যেতে পারবো।


ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক সায়মা হক বলেন, সব প্রকল্পে যদি স্বচ্ছতা আনা যায় বিশাল পরিমান অর্থের সাশ্রয় হবে। এই অর্থটাকে আমরা গুরুত্বপূর্ণ খাতে ব্যবহার করতে পারবো।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com