শিরোনাম
দুই মাসে রেমিটেন্স বেড়েছে ১২.৮৭ শতাংশ
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৮
দুই মাসে রেমিটেন্স বেড়েছে ১২.৮৭ শতাংশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২০১৯-২০ অর্থবছরের প্রথম দুই মাসে প্রবাসী বাংলাদেশীরা তিন হাজার ৮০.৫৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় এই অর্থ ১২.৮৭ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংক (বিবি) এ তথ্য জানায়।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে দেশে রেমিটেন্স এসেছে দুই হাজার ৭২৯.২৩ মিলিয়ন মার্কিন ডলার।


আরো জানা যায়, ২০১৯-২০ অর্থবছরের জুলাই মাসে রেমিটেন্স এসেছে এক হাজার ৫৯৭.৬৯ মিলিয়ন মার্কিন ডলার এবং আগস্ট মাসে এসেছে এক হাজার ৪৮২.৮৪ মিলিয়ন মার্কিন ডলার।


এদিকে ২০১৮-১৯ অর্থবছরের জুলাই মাসে দেশে রেমিটেন্স এসেছিল এক হাজার ৩১৮.১৮ মিলিয়ন মার্কিন ডলার। আর আগস্ট মাসে এসেছিল এক হাজার ৪১১.০৫ মিলিয়ন মার্কিন ডলার।


চলতি অর্থবছরের আগস্ট মাসে ছয় রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ও বিডিবিএল গ্রহণ করেছে ৩৭৭.৮৯ মিলিয়ন মার্কিন ডলার। আর রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক গ্রহণ করেছে ২৩.৬৬ মিলিয়ন মার্কিন ডলার।


রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক ১৬৭.১৩ মিলিয়ন ডলার, জনতা ব্যাংক ৭৭.৯৫ মিলিয়ন ডলার, রূপালী ব্যাংক ২১.৪৩ মিলিয়ন ডলার, সোনালী ব্যাংক ১১১.২০ মিলিয়ন ডলার এবং বেসিক ব্যাংক ০.০৮ মিলিয়ন ডলার রেমিটেন্স গ্রহণ করেছে।


এদিকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন এক হাজার ১৮২.৯০ মিলিয়ন ডলার।


তাছাড়া প্রবাসীরা বৈদেশিক বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে পাঠিয়েছেন ১৩.৩৪ মিলিয়ন মার্কিন ডলার।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com