শিরোনাম
‘আমি লাবণ্যময় ও স্বাস্থ্যবান হয়ে বয়স্ক হতে চাই’
প্রকাশ : ০৮ জুন ২০১৮, ১৬:৩৯
‘আমি লাবণ্যময় ও স্বাস্থ্যবান হয়ে বয়স্ক হতে চাই’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী ও মডেল শিল্পা শেঠি। ১৯৯৩ সালের শাহরুখ খানের বিপরীতে বাজিগর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেকের পর থেকে প্রায় ৪০ টি বলিউড, তামিল, তেলেগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন।


আজ ৮ জুন এ অভিনেত্রীর জন্মদিন। বয়স ৪৩ বছর পূর্ণ হলেও এখনো নিজের প্রাণশক্তি হারিয়ে ফেলেননি বলে জানান এই অভিনেত্রী।


শিল্পা শেঠি বলেন, ‘আমার বয়স ৪৩ বছর পূর্ণ হয়েছে এবং আমি বয়স নিয়ে গর্বিত। এখন আমাকে সবচেয়ে ভালো দেখাচ্ছে। ৩০ বছর বয়সের চেয়ে এখন আমাকে বেশি স্বাস্থ্যবান দেখায়। আমার কাছে বয়স শুধুই একটি সংখ্যা। আমি লাবণ্যময় ও স্বাস্থ্যবান হয়ে বয়স্ক হতে চাই। আপনি যদি প্রাণশক্তি হারিয়ে ফেলেন তাহলেই বয়স্ক হয়ে যাবেন। আমি হারাইনি, তাই আমি বয়স্কও হইনি।’



সিনেমার পর্দায় এখন খুব একটা নিয়মিত নন শিল্পা। তবে কী অভিনয় ছেড়ে দিচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে এ অভিনেত্রী বলেন, ‘সিনেমা আমার জীবনের একটি অংশ। একজন অভিনয়শিল্পী সাড়া জীবনই অভিনয়শিল্পী থাকেন। আমি নানা কাজের সঙ্গে সম্পৃক্ত, যা আগে করিনি। আমি সিনেমায় কাজ করছি না কারণ আগে যা করেছি সেরকম মজার এবং ভিন্ন কোনো কিছু এখন পাচ্ছি না।’



তিনি আরো বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আমার ২৫ বছর চলছে। আমি আট-নয় বছর ধরে কোনো সিনেমা করিনি। কিন্তু এখনো সবাই আমার সাক্ষাৎকার নিচ্ছে। তাহলে আমি সঠিক কাজই করছি। আমি মনে করি, এখনো আমার প্রতি মানুষের বিশ্বাস রয়েছে। আমি ছোট পর্দা অথবা বড় পর্দায় কাজ করি এটা কোনো বিষয় নয়।’


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com