ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। বলিউডের বিগ বি খ্যাত অমিতাভ বচ্চন অভিনীত ‘পিঙ্ক’ সিনেমায় সাহসী এবং আত্মবিশ্বাসী এক মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটি। তবে ‘পিঙ্ক’ মুক্তির পর থেকে একটা ভয় কাজ করছে নায়িকার ভিতর।
এ প্রসঙ্গে তাপসীর বক্তব্য, ভয় হচ্ছে, দর্শক-সমালোচকের প্রত্যাশা পূরণে কোনোভাবে ব্যর্থ হবো না তো? তবে আর যাই হোক এবার থেকে ছবি বাছাইয়ের ক্ষেত্রে অনেক ভেবেচিন্তে পা ফেলবো।
তবে নায়িকার ধারণা, ‘ক্যারিয়ারে ‘পিঙ্ক’ -এর মতো ছবি একটা মাইলফলক। এ রকম সুযোগ বার বার আসবে না, এই সত্যিটা মেনে নিয়েই এগোতে হবে। যতটা পারি ভার্সেটাইল হওয়ার চেষ্টা করব। যে প্রত্যাশা তৈরি হয়েছে আমাকে নিয়ে, ভয় হচ্ছে সেটা পূরণ করতে পারব কি না।’
তবে তাপসী পান্নু ভয়ে ভয়ে থাকলেও অনেকেই ‘পিঙ্ক’কে রীতিমতো বছরের সেরা ছবির আখ্যাও দিয়েছেন। এর আগে ‘বেবি’ ছবিতে ২০ মিনিট মুখ দেখানোর পরেই ভাল ছবির প্রস্তাব পেতে শুরু করেছিলেন তাপসী! তবে ‘পিঙ্ক’এর সাফল্যের গনগনে আঁচটা এবার ভালমতো টের পাচ্ছেন নায়িকা!
বিবার্তা/জাকিয়া/যুথি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]