
এ পর্যন্ত বলিউড তারকাদের অনেক ছেলেমেয়েরই রূপালি পর্দায় অভিষেক হয়েছে। এবার সে তালিকায় যুক্ত হচ্ছেন অভিনেত্রী শ্রীদেবীর জ্যেষ্ঠ কন্যা জানভি কাপুর। ‘শিদ্দাত’ নামের একটি ছবিতে অভিনয় করবেন তিনি। এতে তার বিপরীতে রয়েছেন বরুন ধাওয়ান।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, সিনেমার শুটিংয়ের কাজ ২০১৭ সালের মাঝমাঝিতে শুরু হবে। যদিও এ বিষয়ে সিনেমার পরিচালক অভিষেক ভার্মা আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি।
এতদিন সিনেমা জগতে পা না রাখলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় জানভি কাপুর। এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল, করণ জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন জানভি। আর যাই হোক অবশেষে অভিনয়ে শ্রীদেবী কন্যাও।
বিবার্তা/জাকিয়া/যুখি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]