শিরোনাম
পরিণীতির ‘ক্লোজ ফ্রেন্ড’ কে জানেন!
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৬, ১৭:২৪
পরিণীতির ‘ক্লোজ ফ্রেন্ড’ কে জানেন!
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

অভিনয়ে অনন্য দক্ষতা দেখিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তবে শুধু অভিনয় নয়, গানও গাইতে পারেন নায়িকা। ইদানিং রোজই নাকি আয়ুশমান খুরানাকে অবসরে গান গেয়ে শোনান তিনি। কারণ আয়ুশমানই তার খুব কাছের বন্ধু৷ সম্প্রতি এমনটাই জানিয়েছেন পরিণীতি।



২৮ বছর বয়সী এই বলিউড অভিনেত্রীর ভাষায়, ‘আমি আর আয়ুশমান খুব কাছের বন্ধু৷ আয়ুশই একমাত্র কো-স্টার যার সামনে আমি সারাদিন গান গাইতে পারি৷ ও আমার খুব প্রশংসা করে৷’



এদিকে আয়ুশমানের কথায়, ‘পরিণীতি খুব ভালো গায়িকা৷ গানটা নিয়ে ওর প্রভেশনালি ভাবা উচিৎ। আমিও মাঝেমধ্যেই পরিণীতির সাথে গলা মেলাই৷ ও খুব মিষ্টি মেয়ে, পাশাপাশি আমার খুব কাছেরও।’



অক্ষয় রায় পরিচালিত পরবর্তী ছবি মেরি পেয়ারি বিন্দুতে একই ফ্রেমে দেখা মিলবে পরিণীতি এবং আয়ুশমানের৷ সব মিলিয়ে, তাদের দুজনেরই বক্তব্য একসঙ্গে কাজ করতে করতেই একে ওপরের বেশ অনেকটাই কাছে এসেছেন দুজন৷ তাহলে এই বন্ধুত্ব কি অন্য কোনো রং নেবে? এ প্রশ্নের উত্তর অবশ্য সময়ই বলবে৷



বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com