
গত ঈদে টিভি পর্দায় ব্যস্ত থাকা চিত্রনায়িকা পূর্ণিমা এবার ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। আবারো ছোট পর্দার কাজ থেকে দূরে থাকবেন তিনি।
এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘ঈদের কাজগুলো থেকে বেশ সাড়া পেয়েছি। বিশেষ করে ইমরাউল রাফাতের ‘প্রিয় রং হলুদ’ও হানিফ সংকেতের ‘সন্দেহে মনদাহ’ দেখে অনেকেই খুব প্রশংসা করেছেন। তবে বর্তমানে নতুন কোনো খণ্ড বা ধারাবাহিক নাটকে কাজ করব না বলে সিদ্ধান্ত নিয়েছি। কারণ ঈদের বিশেষ নাটক ছাড়া ছোট পর্দায় নিয়মিত কাজ করার সময় আসলে আমার হাতে নেই। অনেকটা অনুরোধে ঢেঁকি গিলতে হয়েছে এতদিন। না করতে পারিনি অনেককে। তাই নতুন কাজ এখন আর হাতে নিচ্ছি না।
তবে গত কোরবানির ঈদের আগে রেদওয়ান রনির ‘ক্যান্ডি ক্র্যাশ’নামে একটি নতুন ধারাবাহিক নাটকে কাজ শুরু করেছিলেন পূর্ণিমা।
এ প্রসঙ্গে তিনি বলেন, এ ধারাবাহিকটিতে বেশ কয়েক দিন কাজ করেছি। বর্তমানে এর শুটিং বন্ধ রয়েছে। তবে এটির কাজ শেষ করতে চাই। এই কাজটির পর নতুন কোনো ধারাবাহিকে কাজের ইচ্ছে নেই আমার। পরিবারকে সময় দিতে চাই।
বিয়ের পর থেকে স্বামী ফাহাদ ও মেয়ে আরশিয়া হওয়ার পর থেকে তাদের নিয়েই ব্যস্ত থেকেছেন পূর্ণিমা। এ কারণে শোবিজ থেকে একরকমের আড়ালই ছিলেন তিনি। এ বছর সে আড়াল ভেঙ্গে অভিনয়ে আবারো সরব হয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। নাটকের বাইরে শরাফ আহমেদ জীবনের পরিচালনায় একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। এদিকে ইফতেখার আহমেদ ফাহমীর ‘টু বি কন্টিনিউড’ নামে একটি ছবিতে বেশ আগে কাজ করেছেন এ নায়িকা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তাহসান। ইমপ্রেস টেলিফিল্মের এ ছবিটির ডাবিং সম্প্রতি শেষ হয়েছে। ছবিটি খুব শিগগিরই মুক্তি পাবে বলে আশা করছেন পূর্ণিমা।
এ প্রসঙ্গে তিনি বলেন, এ ছবিটি অনেক আগের কাজ। হয়তো খুব শিগগিরই এটি মুক্তি পাবে। বর্তমানে আরো একটি নতুন ছবিতে কাজের জন্য প্রস্তাব পেয়েছেন পূর্ণিমা। তবে মনের মতো চিত্রনাট্য না হওয়ার কারণে কাজটি করছেন না বলে জানিয়েছেন। বড় পর্দা থেকে কি তাহলে নিজেকে গুটিয়ে নিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে পূর্ণিমা বলেন, অভিনয় করতে আমার ভীষণ ভালো লাগে। তাইতো এবার কাজগুলো করছি। আমি ভালো চিত্রনাট্য পেলে আবারো বড় পর্দায় ফিরতে চাই। তবে মনের মতো গল্প হতে হবে। সে অপেক্ষাতেই রয়েছি।
বিবার্তা/অভি/মৌসুমী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]