
গত ১৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তাপসী পান্নু অভিনীত ছবি ‘পিঙ্ক’। ইতিমধ্যে বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে ছবিটি৷ এটি নিয়ে উচ্ছ্বসিত গোটা দেশ৷ শুধু তাই নয়, ‘পিঙ্ক’কে রীতিমতো বছরের সেরা ছবির আখ্যাও দিয়েছেন অনেকেই৷ তবে এবার ঘটল অন্যরকম ঘটনা৷ পিঙ্ক দেখার পর এক ভক্ত একটি খোলা চিঠি লিখেছেন অভিনেত্রী তাপসীকে৷
ওই ভক্ত একজন কলেজ ছাত্রী। নাম সৃষ্টি মিত্র৷ ছবিতে তাপসীর চরিত্রে দেখে বেশ ইনস্পায়ার হয়ে চিঠি লেখেন তিনি এবং সেটি তার ট্যুইটার অ্যাকাউন্টে পোস্টও করেন৷
চিঠিতে সৃষ্টি লেখে ‘স্বাধীনতা এবং মুক্তির একটি অভূতপূর্ব শিক্ষা৷ আমি বুঝতে পারলাম ভ্যালু আর ঐতিহ্য সব কিছু নয়৷ যতই এই বিষয় গুলোকে বহন করে বেড়ানো হোক, একটা সময় আসবেই যখন সিদ্ধান্ত নিতেই হবে কোনটা সঠিক এবং কোনটা শুধুই মানানসই৷’
তবে বিষয়টি এখানেই থেমে থাকেনি, পোস্টটি কোনওভাবে পৌঁছেও যায় তাপসী পর্যন্ত এবং চিঠিটা পরে রীতিমত কেঁদে ফেলেন নায়িকা৷ এরপর নিজের ফেসবুক ওয়ালে সেই চিঠির ছবিও পোস্ট করে তাপসী৷ পিঙ্ক-এ অভিনয়ের জন্য এখনো পর্যন্ত বেশ প্রশংসা কুড়িয়েছেন তেলেগু ছবির এই তারকা৷ এমনকি ছবিটিতে তাপসীর অভিনয় দেখে কেঁদে হল ছেড়ে বেড়িয়ে গিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত৷
বিবার্তা/জাকিয়া/যুথি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]