শিরোনাম
কারিনার ইনকাম ট্যাক্স অ্যাকাউন্ট হ্যাক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৬, ১৩:১৪
কারিনার ইনকাম ট্যাক্স অ্যাকাউন্ট হ্যাক
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

আগামী ডিসেম্বরেই মা হতে চলেছেন কারিনা কাপুর খান। তাই সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় তাকে। কিন্তু সম্প্রতি তার সাথে যা ঘটল, তাতে নায়িকা নিজেই অবাক। কেননা, তার ইনকাম ট্যাক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে এক হ্যাকার।
আর এই অ্যাকাউন্ট থেকেই আয়কর বিভাগের ওয়েবসাইট অ্যাকসেস করা যেত। সেই হ্যাকার কারিনার অ্যাকাউন্ট হ্যাক করে কারিনারই আয়কর ভরেছেন।
তবে ঘটনা ঘটার সাথে সাথেই মুম্বাই পুলিশের সাইবার সেল ডিপার্টমেন্টে অভিযোগ দায়ের করেছন নবাব বধূ। যার ফলস্বরূপ পুলিশ তদন্তও শুরু করে দিয়েছে। পুলিশের ধারণা, হ্যাকার কোনওভাবে তার প্যান নম্বর খুঁজে পেয়ে গিয়েছিল এবং তা ব্যবহার করেই তার অ্যকাউন্ট হ্যাক করা সম্ভব হয়েছে।
তবে আপাতত ৩৬ বছর বয়সী এই বলিউড অভিনেত্রীর অ্যকাউন্ট সুরক্ষিত বলে জানিয়েছেন পুলিশ। তাদের আরও দাবি, যত তাড়তাড়ি সম্ভব তারা অভিযুক্তকে খুঁজে পাবেন। কিন্তু কারিনা কি হ্যাকারবাবুকে ট্যাক্স-কনসালটেন্সির ফি দিচ্ছেন? এ প্রশ্ন কেউ তুলছে না।
বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com