
অনেক দিন ধরেই বলিউড হার্টথ্রব হৃত্বিক রোশন আর বলিউড ডিভা কঙ্গনা রানাওয়াতের মধ্যে কাদা ছোঁড়াছুড়ি চলছে। একের পর এক পাল্টা আক্রমণ দুজন দুজনকে করেই চলেছেন। সেই প্রসঙ্গে কিছুদিন আগে হৃত্বিক রোশনের বাবা রাকেশ রোশন মন্তব্য প্রকাশ করেন।
তিনি অবশ্য ছেলের পাশেই দাঁড়িয়েছিলেন। বলেছিলেন, ‘হৃত্বিক অন্য রকমের ছেলে। কেউ যদি তার সম্পর্কে মিথ্যে গুজবও রটায়, তাহলেও সে শান্ত থাকে। কিন্তু যদি সে সত্যিটা সকলের সামনে প্রকাশ করে, তাহলে আসল সত্যিটা সবাইকে চমকে দিতে পারে।’
কিন্তু রাকেশের এই মন্তব্য পছন্দ হয়নি কঙ্গনা রানাওয়াতের। তিনি পাল্টা মন্তব্য করেন। বলেন, ‘কেন বাবা-রা সবসময় তার ছেলেকে বাঁচান? হৃত্বিক ৪৩ বছর বয়সী প্রাপ্তবয়ষ্ক একজন পুরুষ। হৃত্বিক যথেষ্ট সাবালক নিজের সমস্যা নিজে মেটানোর জন্য। সেখানে তো বাবার মন্তব্য করাই উচিৎ নয়।’
বিবার্তা/জাকিয়া/যুথি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]