মা হারালেন অনিল কাপুর
প্রকাশ : ০৩ মে ২০২৫, ১৪:১২
মা হারালেন অনিল কাপুর
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বলিউড অভিনেতা অনিল কাপুর ও চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরের মা নির্মল কাপুর মারা গেছেন।


শুক্রবার (২ মে) রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এমন দুঃসংবাদ ছড়িয়ে পড়ার পরই কাপুর পরিবারের সাবইকে সান্ত্বনা দিতে ছুটে যান করণ জোহর, ফারহা খান, রানি মুখোপাধ্যায়, রবিনা ট্যান্ডন, অনুপম খের, জাভেদ আখতার, রাজকুমার সন্তোষীসহ বলিউডের অনেক খ্যাতিমান তারকারা।


ভারতীয় গণমাধ্য ‘সংবাদ প্রতিদিন’ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন নির্মল কাপুর। কয়েক দিন আগে তার শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় ভর্তি মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে তার ভর্তি করা হয়। শুক্রবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে নির্মলের বয়স হয়েছিল ৯০।


জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১১টায় পবনহংস শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এরই মধ্যে শুক্রবার গভীর রাতে দাদিকে শেষবার দেখার জন্য পৌঁছে গিয়েছিলেন সোনম কাপুর। থমথমে চোখমুখ। চোখের কোণে জল। হাসপাতাল থেকে দুই চাচা অনিল-সঞ্জয়ের সঙ্গে দাদির মরদেহ বাড়িতে নিয়ে আসার সময়ে ভেঙে পড়েন অর্জুন কাপুরও। এককোণে দাঁড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যায় নির্মলের নাতনি শানায়া কাপুরের প্রিয় বান্ধবী অনন্যা পাণ্ডেকে।


রাজ কাপুরের চাচাতো ভাই সুরিন্দর কাপুরের স্ত্রী ছিলেন নির্মল কাপুর। তাদের তিন ছেলে বনি, অনিল, সঞ্জয় প্রত্যেকেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়। নাতি অর্জুন কাপুর, নাতনি সোনম কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর , রিহা কাপুর, জাহান কাপুররাও অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। বলিউডের চলচ্চিত্র পরিবারের অন্যতম বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মৃত্যু শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় শোবিজে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com