
বিচ্ছেদের পর একমাত্র পুত্র সন্তান ফারিশকে নিয়ে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সময় কাটাচ্ছেন বন্ধু-বান্ধবী আর প্রিয়জনদের সঙ্গে। নানা মুহূর্তই তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সম্প্রতি একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন এই নায়িকা।
যেখানে মাহিয়া মাহি লিখেছেন, ‘খুব সুন্দর একটা সংসার গোছাবো ঠিকাছে...!’
তিনি লিখেন, ‘কখনো লবণ কম, কখনো বেশি, কখনো ভাত গলে গিয়ে যাউ হতে হতে একদিন খুব মজার রান্না করতে শিখে যাবো তোমার জন্য।’
এর পর মাহি লিখেছেন, ‘কফি খেতে খেতে কিংবা গাড়িতে কোনো লং জার্নিতে আমরা অন্য সব বোরিং কাপল গুলোর মতো ফেসবুক স্ক্রলিং করবোনা, বরং আমরা তুমুল গল্প করবো, হাসবো, হাসাবো। খুব সুন্দর একটা সংসার গুছাবো আমরা।’
সবশেষে তিনি লেখেন, ‘সিনেমার নায়ক নায়িকাদের মতো ভালোবাসা না থাকুক, প্রচন্ড মায়া যেনো থাকে সেখানে।
যে মায়াতে আমার ভেজা চোখ তোমার ভেতরটা দুমড়ে মুচড়ে দিবে...। যে মায়া আমাদের মৃত্যু অব্দি একসঙ্গে রাখবে।’
এর আগে ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। চার বছরের মাথায় ২০২০ সালে বিবাহবার্ষিকীর কয়েক দিন আগে অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান তিনি।
এরপর ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহি। সেই সংসারও টেকেনি। গেল বছরের ফেব্রুয়ারিতে হঠাৎই এক ভিডিও বার্তায় রকিবের নিজের বিচ্ছেদের খবর জানান মাহি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]