বিটিভিতে আজ ঈদের বিশেষ ‘ইত্যাদি’
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ১৩:১৯
বিটিভিতে আজ ঈদের বিশেষ ‘ইত্যাদি’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঈদের বিশেষ 'ইত্যাদি' বাংলাদেশ টেলিভিশনে আজ রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে। এটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।


বরাবরের মতো ঈদের ইত্যাদি শুরু করা হয়েছে কাজী নজরুল ইসলামের 'ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ'-এই গানটি দিয়ে। এবার গানটি পরিবেশন করবেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থী। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী।


ইত্যাদিতে একটি বিশেষ পর্ব হচ্ছে দেশাত্মবোধক গান। 'দেশের গানটি'তে কণ্ঠ দিয়েছেন নন্দিত শিল্পী সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন। আর তাদের সঙ্গে রয়েছেন এই প্রজন্মের ১০ জন শিল্পী। তারা হলেন- ইমরান মাহমুদুল, রাজিব, অয়ন চাকলাদার, রাশেদ, সাব্বির জামান, সিঁথি সাহা, অবন্তী সিঁথি, আতিয়া আনিসা, মালিহা তাবাসসুম খেয়া ও সানিয়া সুলতানা লিজা।


এবার প্রথম একসঙ্গে 'ইত্যাদি'র একটি গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। গানটির কথা লিখেছেন ইনামুল তাহসিন। সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।


অন্য আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ এবং অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।


'ইত্যাদি'র নাচ মানেই বর্ণাঢ্য আয়োজন। এবার নাচে অংশগ্রহণ করেছেন সাফা কবির, সাদিয়া আয়মান, সামিরা খান মাহি ও পারসা ইভানা। তাদের সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। নাচটির সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ।


অনলাইনকেন্দ্রিক তিনটি ভিন্ন ঘটনা সুরে সুরে তুলে ধরেছেন তিন জনপ্রিয় দম্পতি। তারা হলেন, শহীদুজ্জামান সেলিম-রোজী সিদ্দিকী, এফ এস নাঈম-নাদিয়া আহমেদ, ইন্তেখাব দিনার ও বিজরী বরকতউল্লাহ দম্পতি।


অন্যদিকে, মধ্যবিত্তের অর্থনৈতিক টানাপোড়েন নিয়ে নির্মিত আর একটি মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরী, আনোয়ার শাহী ও র‍্যাপ শিল্পী মাহমুদুল হাসান।


সমকালীন ও বক্তব্যধর্মী এবারের দলীয় সংগীতের বিষয় 'দেখার চোখ ও বিবেকের চোখ' নিয়ে। এই পর্বে অংশগ্রহণ করেছেন তৌসিফ মাহবুব ও শবনম বুবলি। গানটির কথা লিখেছেন গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, রাজিব ও খেয়া। নৃত্য পরিচালনা করেছেন মামুন।


বিদেশিদের অভিনয়ে এবারে থাকবে 'গুজব'। এবারও মুখোমুখি হয়েছেন 'ইত্যাদি'র নিয়মিত চরিত্র নাতি ও কাশেম টিভির রিপোর্টার। একটি পর্বে অংশ নিয়েছেন সালাউদ্দিন লাভলু ও শাহেদ আলী।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com