
বয়স ৬০ বছর হলেও এখনো ভীমরতি যায়নি ৬০ বছর বয়সী অভিনেতা আমির খানের। বান্ধবী গৌরী স্প্র্যাট সঙ্গে এক বছর ধরে চুটিয়ে প্রেম করছেন তিনি। প্রথমে প্রেমের খবর গোপন রাখলেও ৬০তম জন্মদিনে প্রকাশ্যে এনেছেন সে খবর। পরিচয় করিয়ে দেয়ার সময় অভিনেতা বলেন, আমার প্রেমিকা ক্যাটরিনার থেকেও সুন্দরী।
প্রেমের খবর জানাজানি হওয়ার পর মঙ্গলবার (১৮ মার্চ) মুম্বাইয়ে প্রেমিকা গৌরীর সঙ্গে প্রথম প্রকাশ্যে আসেন আমির খান। মুম্বাইয়ের এক্সেল অফিসে প্রথমবার এ জুটির ছবি তোলে পাপারাজ্জিরা।
এ দিন মুম্বাইয়ে এক্সেল এন্টারটেইনমেন্টের অফিসের ঠিক বাইরে আমির ও গৌরীকে দেখতে পাওয়া যায়। গৌরী যখন অফিস থেকে বের হচ্ছিলেন, তখন বাইরে অপেক্ষা করছিলেন আমির।
পাপারাজ্জিদের দিকে তিনি আন্তরিকভাবে হাত নাড়েন। পাপারাজ্জিদের তোলা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গৌরী গাড়িতে উঠছেন। দূর থেকেই তাকে ভিডিওবন্দি করা হয়। গৌরী অবশ্য মিডিয়ার সঙ্গে কথাবার্তা বলতে চাননি, নিজেকে সংবাদমাধ্যমের থেকে দূরে রাখতেই চেয়েছিলেন।
আমির প্রথম বিয়ে করেছিলেন ১৯৮৬ সালে রীনা দত্তকে, তখনো তিনি অভিনয়ে আসেননি। ওই সংসারে আমিরের দুই ছেলে মেয়ে ইরা খান ও জুনাইদ খান।
২০০২ সালের ডিসেম্বরে আমির-রীনার বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে চিত্রপরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। এই দম্পতির ছেলে আজাদ খান।
২০২১ সালের জুলাইয়ে আনুষ্ঠানিক এক বিবৃতিতে আমির-কিরণ বিচ্ছেদের ঘোষণা দেন। বিচ্ছেদ হলেও তারা যে সত্যি 'পরিবারের মত', সে কথা কাজে প্রমাণ করেছেন আমির ও কিরণ। আমিরের পারিবারিক যে কোনো অনুষ্ঠানে কিরণকে দেখা যায়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]