
ওপার বাংলার তারকা জুটি রাজ-শুভশ্রী। বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত থাকলেও সন্তানদের সঙ্গে সময় কাটানো যেন ভুলেন না। তারকা জুটির সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে তা নেটিজেনদের নজরে আসে। বর্তমানে অভিনেত্রী যদিও ব্যস্ত ‘ডান্স বাংলা ডান্স’-এর শুটিংয়ে।
তবে তার মাঝেও ইউভান-ইয়ালিনি ফার্স্ট প্রায়োরিটি। জানুয়ারিতে বিদেশে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানকার একটা সুন্দর মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে তুলে ধরেছেন শুভশ্রী।
সুযোগ পেলেই সপরিবারে ঘুরতে যান এ তারকা জুটি। কখনও কখনও আবার সঙ্গে থাকেন বন্ধুবান্ধবরাও। তবে এবার মায়ের পিঠে চড়ে ঘুরে বেড়াতে দেখা গেল ছোট্ট ইউভানকে। যেখানে সমুদ্র সৈকতে বালির উপর ঘুরছেন মা ও ছেলে।
শুভশ্রীর পরনে ছিল প্রিন্টেড স্কার্ট আর সাদা টপ। একরত্তি ইউভানের নানা আগ্রহ। এটা-ওটা নানা জিনিস জানতে চাইছে সে। মায়েরও কোনও ক্লান্তি নেই। একের পর এক সব প্রশ্নের উত্তর দিচ্ছেন শুভশ্রী।
ইউভান প্রথমেই শুভশ্রীকে জিজ্ঞেস করল, ‘এই সমুদ্রে শার্ক (হাঙর) আছে?’ শুভশ্রী বললেন, সমুদ্রের মাঝে রয়েছে। তারপর ইউভানকে তিনি জিজ্ঞেস করেন তার জাহাজের কথা মনে আছে কি না? ইউভান মায়ের উত্তর দেওয়ার আগেই নিজের পরের প্রশ্ন করে বসল। জানতে চাইল তার বন্ধু আরভ কোথায়?
শুভশ্রী বললেন, সে হোটেলে। ইউভানের থেকে শুভশ্রী জানতে চাইলেন, সে বাড়ি যাবে, না সমুদ্রের ধারেই থাকবে? এক মুহূর্ত সময় নিল না ইউভান। সমুদ্রে থাকতে চায় সাফ জানিয়ে দিল সে।
ছেলের আবদার। মা আর কী-ই বা করবেন। ইউভানকে পিঠে নিয়েই সমুদ্রের দিকে হেঁটে গেলেন শুভশ্রী। সন্তানের সঙ্গে এমন সুন্দর সময় কাটাতে দেখে শুভশ্রীর প্রশংসায় ভরিয়েছেন ভক্তরাও। কেউ বলেছেন, তিনি মা হিসেবে অনেকের অনুপ্রেরণা। কারও মতে আবার, মা ও সন্তানের এমন সুন্দর বন্ডিং আজীবন থাকুক।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]