সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন ‘বিনোদিনী’র রুক্মিণী
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ১০:৫৭
সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন ‘বিনোদিনী’র রুক্মিণী
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

দর্শকদের মন জয়ের পর এবার বিশেষ তকমাও পেলেন ‘বিনোদিনী’। সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ফ্লোরিডায় (এসএআইএফএফএফ) তিনটি পুরস্কার পেয়েছে বাংলা ছবিটি। ‘অডিয়েন্স চয়েজ অ্যাওয়ার্ড’-এর পাশাপাশি সিনেমাটির জন্য ‘সেরা অভিনেত্রী’-র পুরস্কার পেয়েছেন রুক্মিণী মৈত্র। আর তার ক্যারিয়ারের প্রথম বাংলা ছবির কারণে ‘বেস্ট ডিরেক্টর’-র খেতাব পেয়েছেন রামকমল মুখার্জী।


পুরস্কার পাওয়ার প্রসঙ্গে পরিচালক ভারতীয় এক গণমাধ্যমকে বলেন, ‘দর্শকদের ভালোবাসার পরে আন্তর্জাতিক স্তরে সম্মান পেল ছবিটা। রিঅ্যাকশনগুলো পেয়ে মনে হয়েছে যাবতীয় কষ্ট সার্থক। ফ্লোরিডায় হাউজফুল শো ও তারপরে তিনটা অ্যাওয়ার্ড পাব, এটা ভাবতেই পারিনি।’


পরিচালকের কথায়, ‘রুক্মিণী ও পুরো ইউনিটের সবার কঠোর পরিশ্রম ছিল। তাই বেশ কয়েকটা বিভাগে এভাবে স্বীকৃতি পাওয়া দারুণ আনন্দ দিয়েছে। ছবির কস্টিউম, সিনেমাটোগ্রাফিও সকলের পছন্দ হয়েছে।’


এদিকে খুব তাড়াতাড়ি তারপরের বাংলা ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ নিয়ে আসছেন পরিচালক। পরের কাজ প্রসঙ্গে রামকমল বলেছেন, ‘আমার দ্বিতীয় বাংলা ছবির কাজ অনেকটা হয়ে গিয়েছে। ‘বিনোদিনী’-এর থেকে একেবারে ভিন্ন মেজাজের এই ছবি।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com