
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর আজ সোমবার (২৭ জানুয়ারি) আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি। আদালতে জামিনের রায় শুনে কেঁদে ফেলেন অভিনেত্রী।
রবিবার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সময় আবেদন নামঞ্জুর করে চার্জশিট গঠন করারও আদেশ দেন আদালত।
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর আজ আদালতে সশরীরে উপস্থিত হয়ে জামিন পান পরী। ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর সংবাদমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন অভিনেত্রী।
পরী বলেন, গতকাল থেকে আপনারা যেভাবে আপনাদের ভালোবাসা আমাকে জানান দিয়েছেন সেজন্য আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো। আপনাদের ভালোবাসায় আজ জামিন নিয়ে বাসায় ফিরছি।
পরী আরও বলেন, আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। এ বিশ্বাসটা আমি শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি, আমি ন্যায় বিচার পাবো, আপনারা আমার সাথে থাকবেন। এ ভালোবাসা নিয়েই আমি জিততে চাই।
আদালতে জামিনের আদেশ শুনে খুশিতে কান্না করেন পরী। সাংবাদিকরা সে বিষয়ে পরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আসলে এখনও কান্নার সময়টা আসেনি। বিজয়ের কান্নাটা আরও পরে হবে।
পালটা মামলা হওয়া প্রসঙ্গে পরী বলেন, এটা তো পরিষ্কার। আমি একটি মামলা করলাম তার আড়াই বছর পর পালটা মামলা করা হলো শুধুমাত্র আমাকে দমানোর জন্য। মামলাটা বিচারাধীন।
পুরনো মামলা প্রসঙ্গে পরী বলেন, চার বছর আগের একটা ঘটনা। আমি অনেকের দ্বারে দ্বারে ঘোরার পরই আদালতে মামলা করি। আমি আশা করি, আমি ন্যয়বিচার পাব। এখান থেকে আমি আশাহত হতে চাই না। সত্যের জয় হবে।
পালটা মামলা প্রসঙ্গে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সংবাদামাধ্যমে বলেন, একই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক হয়নি। শেষ পর্যন্ত মামলার রায় পরীমণির পক্ষেই আসবে বলে আশা করছি। আমরা উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।
২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বোটক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।
সে মামলায় আদালতে পরীর গ্রেফতারি পরোয়ানা জারি হলে আজ সোমবার আদালতে উপস্থিত হন অভিনেত্রী।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]