
সারাদেশের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ১টা ২৬ মিনিটের দিকে কেঁপে ওঠে চারপাশ। যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্পের অনুভূতি প্রকাশ করেছেন অনেকে। চিত্রনায়িকা পরীমণিও ভূমিকম্প নিয়ে পোস্ট দেন ফেসবুকে।
অভিনেত্রী লিখেছেন, আমার এমন ভার্টিগো যে ভূমিকম্পও টের পাই না। আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল (অনুভব হয়)। কেমন অসহায় লাগে এসব ভাবলে! আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই ভার্টিগো রোগে আক্রান্ত পরীমণি। ভার্টিগো রোগের সমস্যা হলো, মাথা ঘোরা বা আক্রান্ত ব্যক্তির চারপাশের পরিবেশ ঘুরছে এমন অনুভূতি। মাঝে মধ্যেই এ রোগের চিকিৎসা নিতে হাসপাতালে ছুটতে হয় তাকে।
পরীমণির ভূমিকম্পের সেই পোস্টে তার সুস্থতা কামনা করেন ভক্ত-অনুরাগীরা। সেইসঙ্গে নিরাপদে থাকার আহ্বানও জানান তারা।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]