
সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্যারিস হিলটনসহ বেশ কয়েকজন তারকার বাসভবন পুড়ে ছাই হয়ে গেছে আগুনে। এ ঘটনায় সমবদেনা জানাচ্ছেন বিশ্ববাসী।
লস অ্যাঞ্জেলসে দাবানলের এমন ঘটনায় দুঃখ প্রকাশ করছেন বাংলাদেশি তারকারাও। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানকার পরিস্থিতি নিয়ে বেশ সরব তিনি।
শুক্রবার (১০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলের কিছু ভয়াবহ দৃশ্য তুলে ধরেন জায়েদ। পাশাপাশি এই বিপর্যয়ের জন্য দোয়া-প্রার্থনার আহ্বান করেন অভিনেতা। ক্যাপশনে তিনি লিখেছেন, প্রে ফর ক্যালিফোর্নিয়া-ইউএসএ।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে জায়েদ বলেন, অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেখানে হলিউডের অনেক আর্টিস্টদের বাড়ি রয়েছে। বহু অভিনেতা-অভিনেত্রী এবং সংগীতশিল্পীকে প্রাণে বাঁচতে এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে। আমার ভেতরটা সত্যিই কাঁদছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ এ দাবানলে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। এ ছাড়া পুড়ে ছাই হয়ে গেছে ১০ হাজার বাড়ি-গাড়িসহ অন্যান্য অবকাঠামো।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]