ফের মুম্বাই যাচ্ছেন শাকিব খান
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১৩:২৬
ফের মুম্বাই যাচ্ছেন শাকিব খান
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০২৪ সালের ডিসেম্বরে ‘বরবাদ’ ছবির পোস্টারে শাকিব খানের এক নতুন লুক প্রকাশ পেয়েছিল। তখন শাকিব জানিয়েছিলেন, ‘বরবাদ’ যে আয়োজনের ছবি তা অতীতের সব ছবিকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে।


মেগাস্টার শাকিব খানের সে কথাই অবশ্য অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। ছবিটি নিয়ে নায়ককে নিয়ে একেবারেও কম দৌড়াদৌড়ি করতে হয়নি। গত বছর অক্টোবরে মাসখানেকের সফরে মুম্বাই যান শাকিব। সেখানে ২৮ দিন ধরে করেন ‘বরবাদ’ ছবির শ্যুটিং। এবার বাকি অংশের কাজ করতে আবারও মুম্বাইতে উড়াল দিচ্ছেন এই সুপারস্টার।


সম্প্রতি ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয় গণমাধ্যমে জানিয়েছেন, আগামী ১০/১১ তারিখ বরবাদের শ্যুটিং শেষ করতে মুম্বাই যাবেন শাকিব খান। দু সপ্তাহ সময় নিয়ে ছবির বাকি অংশের কাজ করবেন।


হৃদয় বলেন, ইতোমধ্যে ২৮দিন শুটিং করে ফেলেছি। যতটুকু কাজ করেছি, আমার বিশ্বাস আছে দর্শক পছন্দ করবেন। আশা করবো, আগামীতে টিজার-ট্রেলার রিলিজের পর দর্শকরা আমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন।


‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ওপার বাংলার ইধিকা পাল। এছাড়াও আছেন সেখানকার যীশু সেনগুপ্তসহ বাংলাদেশের শিল্পীরাও।


ছবির কাজ কতদূর, সে প্রসঙ্গে পরিচালক জানান, শ্যুটিংয়ের পাশাপাশি এডিটিং চলছে। শিগগিরই বাকি শিল্পীদের নাম প্রকাশ করা হবে। ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে ‘বরবাদ’।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com