ভালো হয়েছিল, বাবা-মা বিচ্ছেদের পথে হেঁটেছিলেন: আমিরপুত্র
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১৩:২২
ভালো হয়েছিল, বাবা-মা বিচ্ছেদের পথে হেঁটেছিলেন: আমিরপুত্র
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

সম্প্রতি মা-বাবার বিচ্ছেদের বিষয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন বলিউডের জনপ্রিয় নায়ক আমির খানের পুত্র জুনেইদ খান।


এসময় বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে তিনি বলেন, ‘ভালো হয়েছিল, বাবা-মা বিচ্ছেদের পথে হেঁটেছিলেন। তখন বোধহয় আমার বয়স মাত্র আট বছর। কিন্তু বুঝতেই দেননি, তারা আলাদা থাকছেন।’


তিনি আরও বলেন, ‘১৯ বছর বয়স পর্যন্ত তাদের আমি ঝগড়া করতে দেখিনি। আমার ১৯ বছর বয়সেই প্রথম ঝগড়া করতে দেখি। তার আগে তাদের কোনও বিষয় নিয়ে লড়তে দেখিনি। আমার ও ইরার (জুনেইদের বোন) বিষয়ে তারা এক হয়ে আমাদের পাশে থেকেছেন।’


ঝগড়ানা হলেও বিচ্ছেদের সিদ্ধান্ত সঠিকই ছিল মনে করেন জুনেইদ। তার কথায়, ‘তারা যা করেছেন, ঠিকই করেছেন। যথেষ্ট পরিণতবোধ ছিল দু’জনের। দুইজন ভালো মানুষ একসঙ্গেও ভালো থাকবে, এমন নয়। ভাগ্যিস দু’জনের বিচ্ছেদ হয়েছিল। আমি অন্তত শৈশবে বাবা-মা দু’জনকেই সুখী দেখেছি, এটাই বড় কথা।”


বিচ্ছেদ হলেও বাবা-মায়ের মধ্যে যোগাযোগ থেকেছে সব সময়। প্রায়ই পরিবারের সকলে একত্রিত হন বলেও জানান জুনেইদ।


তিনি বলেন, ‘আমরা প্রায়ই দেখা করি। আমরা প্রত্যেকেই খুব কাছাকাছি থাকি। প্রতি মঙ্গলবার সন্ধ্যায় আমরা একসঙ্গে চা পান করি।’


উল্লেখ্য, ২০০২ সালে দীর্ঘ ১৬ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন আমির খান ও রিনা দত্ত। সেই সময়ে জুনেইদের বয়স মাত্র আট বছর। ২০২৪ সালে বলিউডে পা রেখেছেন জুনেইদ। ‘মহারাজ’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com