
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। তিনি বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির পরিচালক ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর।
২৩ ডিসেম্বর, সোমবার সন্ধ্যা ৬টার দিকে মুম্বাইয়ের ওয়াকহার্ট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শ্যাম বেনেগাল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শ্যামের মেয়ে পিয়া বেনেগাল ইন্ডিয়ান এক্সপ্রেসকে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশের দর্শক আগে তাকে যতোটা না চিনতো তারচেয়ে বহুগুণ বেশি চিনেছে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি করার সময়। চলচ্চিত্রশিল্পে অসামান্য অবদানের জন্য ১৯৭৬ সালে পদ্মশ্রী ও ১৯৯১ সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন।
বলিউডের আর্ট ঘরানার ছবির প্রবক্তা বললে ভুল হয় না শ্যাম বেনেগালকে। তার হাত ধরে উঠে এসেছিলেন শাবানা আজমী, নাসির উদ্দিন শাহ, স্মিতা পাতিলের মতো জাঁদরেল অভিনয়শিল্পী।
শুধু আর্ট ঘরানা নয়, বাণিজ্যিক ধাঁচের ছবি করেও তিনি সফল হয়েছিলেন। জীবনঘনিষ্ট গল্প, গভীর মানবিকবোধ ও সূক্ষ্ম আবেগ দারুণভাবে ফুটিয়ে তুলতেন তার সিনেমায়।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]