
পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। তিনি পাকিস্তানের শীর্ষ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন। তার সাথে ভারতীয় র্যাপার বাদশার বন্ধুত্ব প্রায় সবারই জানা। তবে সম্প্রতি মিডিয়াতে একাধিক গুঞ্জন তৈরি হয়েছে তাদের সম্পর্ক নিয়ে। অনেকেই মনে করেন, তাদের সম্পর্ক বন্ধুত্বের চেয়ে কিছু বেশি।
তবে এই সব গুঞ্জন উড়িয়ে র্যাপার বাদশার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন হানিয়া আমির। তিনি তাদের সম্পর্ককে শুধুমাত্র ‘বন্ধুত্ব’ হিসেবে বর্ণনা করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাদশার সঙ্গে সম্পর্ক নিয়ে হানিয়া তিনি বলেন, ‘বাদশা আমার ভালো বন্ধু। আমরা একে অপরের সঙ্গে অনেক সময় কাটাই, কিন্তু এটা শুধুমাত্র বন্ধুত্ব।’
অন্যদিকে, বাদশা সম্প্রতি তার সোশ্যাল মিডিয়ায় হানিয়া আমিরের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছু মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘হানিয়া আমার খুব ভালো বন্ধু, এবং আমরা একে অপরের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। তবে, আমাদের সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বের। আমরা একে অপরকে অনেক ভালোভাবে জানি, এবং আমাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই।’
হানিয়া আমিরকে বেশ কয়েকবার বাদশার কনসার্টে উপস্থিত থাকতে দেখা গেছে। তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে কনসার্টের ক্লিপও শেয়ার করেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি ভারতের কোন শহরে যেতে চান। এর উত্তরে তিনি বলেন, ‘আমি চণ্ডীগড় যেতে চাই, কারণ বাদশা এই শহরের।’
অভিনেত্রী হানিয়া আমির দিলরুবা, তিতলি, ইশকিয়া, সাং-ই-মাহ এবং মুঝে পেয়ার হুয়া থা এর মতো জনপ্রিয় পাকিস্তানি নাটকে অভিনয় করেছেন। অভিনয় দক্ষতা ও প্রতিভার জন্য তিনি দেশের অন্যতম সেরা অভিনেত্রীদের মধ্যে গণ্য হন। তার কাজের জন্য তিনি অনেক পুরস্কৃতও হয়েছেন।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]