‘প্যাকেজ প্রিভিউ কমিটি’তে আরশ খান, সমালোচনার ঝড়
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০১:২৮
‘প্যাকেজ প্রিভিউ কমিটি’তে আরশ খান, সমালোচনার ঝড়
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

পরিবর্তনের ছোঁয়া লাগল বাংলাদেশ টেলিভিশনে। সেখানে পুনর্গঠিত হয়েছে ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’।


মঙ্গলবার (১০ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (টিভি) মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রকাশিত হয়েছে ১৫ সদস্যের এক তালিকা। কমিটির সভাপতি হিসেবে আছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক।


প্রথম সদস্য হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব। সদস্য সচিব হিসেবে তালিকায় সবার শেষে আছেন বাংলাদেশে টেলিভিশনের অনুষ্ঠান ও পরিকল্পনা পরিচালক। এ ছাড়াও সংস্কৃতি অঙ্গনের ১২ জনকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।


কমিটিতে আছেন অভিনেত্রী ইলোরা গওহর, নির্মাতা রাজীব সালেহীন, অভিনেতা শাহেদ শরীফ খান, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, অভিনেত্রী তানজিকা আমিন, লেখক, নাট্যকার ও সাংবাদিক অপূর্ণ রুবেল, সাংবাদিক আহমেদ তেপান্তর, অভিনেতা শাহেদ আলী, নির্মাতা ও অভিনেতা নিশক তারেক আজিজ, অভিনেতা রাশেদ মামুন অপু, নাট্যনির্মাতা মাইদুল ইসলাম রাকিব এবং অভিনেতা আরশ খান।


এদিকে ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’তে অভিনেতা আরশ খানের নাম দেখে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রশ্ন তুলছেন। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেতা।


বুধবার (১১ ডিসেম্বর) রাতে আরশ খান তার ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, আমি বরাবরই অযোগ্য মানুষ। ছোটো বেলায় একটুর জন্য A+ ছুটে গেলো, নটরডেম নিলো না। জাহাঙ্গীর নগরে মেরিটে ২১তম হয়েও অর্থের কাছ হার মেনে পাবলিকে পড়া হলো না।


তিনি আরও লেখেন, প্রেমিকা কে বিয়ে করে নিয়ে গেলো বিত্তবান লেখক। যোগ্য প্রেমিক হতে পারলাম না। অভিনয় করতে এসে প্রায় বোদ্ধাদের হাসির পাত্র হয়েছি, যোগ্য অভিনেতা হতে পারলাম না।


সবশেষ এই অভিনেতা আরও লেখেন, আমি বরাবরই অযোগ্য মানুষ, আপনারা আজ জানলেন। আমি শুরু থেকেই জানি, যা জানি তা বাকিরা জানে না।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com