আমার কষ্টে তোমার অসুস্থ হাসি: তাহসান
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ১০:৫৫
আমার কষ্টে তোমার অসুস্থ হাসি: তাহসান
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) তিন কর্মকর্তা ও সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।


গ্রেফতার আবেদ আলী একজন গাড়িচালক হওয়ার পরও প্রশ্নফাঁসসহ নানা অনিয়মের মাধ্যমে কোটি টাকার সম্পদ অর্জন করেছেন।


গাড়িচালক আবেদ আলী সূত্রে আলোচনায় উঠে এসেছেন পিএসসির সাবেক চেয়ারম্যান ড. জিনাতুন নেসা তাহমিদা বেগম, যিনি দেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের মা। একইসঙ্গে গুজব ছড়িয়েছে, তাহসানের মায়ের মেয়াদেও প্রশ্নফাঁস হয়েছিল। আর মা চেয়ারম্যানের পদে থাকাকালীন ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন এ তারকা। কিন্তু সেই পরীক্ষা পরে বাতিল হয়। পরবর্তীতে ভাইবা অনুষ্ঠিত হলে তাতে বাদ পড়েন তিনি।


সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এসব কথার ব্যাপারে অবশ্য তাহসান খান স্পষ্টভাবে জানিয়েছেন, গাড়িচালক আবেদ আলী কখনো তার মায়ের গাড়ির চালক ছিলেন না। এমনকি তিনি কখনো বিসিএস পরীক্ষায় অংশও নেননি।


এদিকে তাকে নিয়ে কোনোকিছু যাচাই-বাছাই ছাড়া এমন মিথ্যা গুজব ছড়িয়ে পড়ায় কষ্ট পেয়েছেন এ গায়ক, যা তার ফেসবুক পেজে ঢুকলেই স্পষ্ট।


বুধবার (১০ জুলাই) রাতে সংবাদমাধ্যমে কথা বলার পর ফেসবুক ভেরিফায়েড পেজে গুজব ছড়ানোর ব্যাপারে মনক্ষুণ্নের ইঙ্গিত দেন তিনি। ‘কষ্ট’ শিরোনামের একটি পুরনো গানের লিং পোস্ট করেন তিনি।


আর ক্যাপশনে জুড়ে দেন গানের লাইনগুলো। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবন আজও হলুদ সংবাদের পাতায় মোড়া/ কাঠগড়ায় আসামি আমি/ তোমার নীরব ওই বিবেক/ কেন আত্মহত্যা মহাপাপ? কেন সমাজদর্শন এতো নিষ্ঠুর? কোথায় মানবিকতাবোধ তোমার? আমার কষ্টে তোমার অসুস্থ হাসি...।’


এ গায়কের ‘কষ্ট’ শিরোনামের গানটির কয়েক লাইন পোস্ট দেয়ার পর নেটিজনরা প্রশ্ন করছেন―তাহলে কি ছয় বছর আগের গানটির সঙ্গে বর্তমান সময়ের কোনো মিল খুঁজে পাচ্ছেন তিনি? মন্তব্যের ঘরে তারা প্রিয় তারকাকে সমর্থন জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন। একইসঙ্গে গায়কের পাশে থাকার প্রত্যয়ও জানিয়েছেন নেটিজেনরা।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com