টাইটানিক সিনেমার প্রযোজক জন ল্যান্ডাউ মারা গেছেন
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ১৬:১১
টাইটানিক সিনেমার প্রযোজক জন ল্যান্ডাউ মারা গেছেন
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

দুনিয়ার মায়া ত্যাগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন টাইটানিক সিনেমার অস্কার বিজয়ী প্রযোজক জন ল্যান্ডাউ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর। প্রখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের সঙ্গে জুটি বেঁধে সর্বকালের সবচেয়ে বড় তিনটি ব্লকবাস্টার ছবি নির্মাণ করেছিলেন তিনি।


৭ জুলাই, শনিবার পরিবারের তরফ থেকে অস্কার বিজয়ী প্রযোজকের চিরঘুমে পাড়ি দেয়ার কথা জানানো হয়েছে। যদিও কী কারণে ল্যান্ডাউয়ের মৃত্যু হয়েছে, তা জানানো হয়নি। ল্যান্ডাউয়ের মৃত্যুর খবরে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে।


তিনটি অস্কার মনোনয়ন পান জন ল্যান্ডাউ-ক্যামেরন। ১৯৯৭ সালে 'টাইটানিক’ দিয়ে সেরা সিনেমার অস্কার জিতেন জন ল্যান্ডাউ। পার্টনারশিপে ‘অ্যাভাটার' এবং এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’সহ সিনেমার ইতিহাসের অন্যতম বড় ব্লকবাস্টার উপহার দিয়েছে দর্শকদের।


হলিউডের প্রযোজক এলি এবং এডি ল্যান্ডাউয়ের ছেলে জন ল্যান্ডাউ। স্বল্প সময়ের জন্য টোয়েন্টিন্থ সেঞ্চুরি ফক্স চলচ্চিত্র প্রযোজনা সংস্থায় একজন নির্বাহী হিসেবে কাজ করেছেন তিনি। ‘দ্য লাস্ট অফ দ্য মোহিকানস’ এবং ‘ডাই হার্ড ট’সহ বেশ কয়েকটি সিনেমায় তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন জন ল্যান্ডাউ।


১৯৯৭ সালে ‘টাইটানিক’ সিনেমা দিয়ে প্রযোজকের খাতায় নাম লেখান জন ল্যান্ডাউ। ক্যামেরন পরিচালিত সিনেমাটি প্রথম চলচ্চিত্র হিসেবে বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলারের বেশি আয় করে। পাশাপাশি সেরা সিনেমাসহ ১১টি ক্যাটাগরিতে অস্কার জিতে এটি।


এক শোকবার্তায় জেমস ক্যামেরন বলেন, একজন মহান প্রযোজক এবং একজন মহান মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন। জন ল্যান্ডাউ সিনেমার ব্যাপারে স্বপ্নচারী ছিলেন। তিনি বিশ্বাস করতেন চলচ্চিত্র হলো মানব শিল্পের চূড়ান্ত রূপ এবং চলচ্চিত্র নির্মাণ করতে হলে প্রথমে নিজেকে মানুষ হতে হবে। সূত্র:বিবিসি


বিবার্তা/ইমি/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com