
গত মাসের ২৩ তারিখ সাত পাকে বাধা পড়েন অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং অভিনেতা জাহির ইকবাল। তাদের আইনি বিয়ের অনুষ্ঠানে বাবা শত্রুঘ্ন সিনহা এবং মা পুনম হাজির থাকলেও হাজির থাকতে দেখা যায়নি সোনাক্ষীর ভাই লভ এবং কুশকে সিনহা।
বিয়ের আগে গুঞ্জন ছড়ায়, এই সম্পর্কে নাকি মোটেও সম্মতি ছিল না শত্রুঘ্ন সিনহা-সহ গোটা পরিবারের। নেটাগরিকদের জল্পনা ছিল, এই জন্যই নাকি বিয়েতে দেখা যায়নি লাভ ও কুশকে। সম্প্রতি এই বিষয়ে মুখ খোলেন লভ।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে সোনাক্ষী ও জাহিরের বিয়ে নিয়ে কথা বলেন লভ। সেখানে লিখেছেন কেন তিনি বিয়েতে উপস্থিত থাকেননি। তার কথায়, “কেন আমি বিয়েতে উপস্থিত থাকিনি, এটাই হলো প্রশ্ন! আমার বিরুদ্ধে কিছু মিথ্যা কথা প্রচার করে কোনো লাভ নেই। আমার কাছে সব সময় আমার পরিবারই অগ্রাধিকার পাবে।”
এর আগে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে ভারতীয় সংবাদমাধ্যমকে লভ বলেছিলেন, “দুই একটা দিন সময় দিন। আমার যদি মনে হয়, তা হলে আমি নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দেব।”
এদিকে লভের আগে সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহাকে নিয়েও এমন গুঞ্জন উঠেছিল। চাউর হয়েছিল ধর্মের ভিন্নতার কারণে সোনাক্ষীর বিয়েতে মত নেই তার। তিনি চান না জাহিরের সঙ্গে মেয়ের বিয়ে হোক।
পরে শত্রুঘ্ন এক হাত নেন রটনাকারীদের। তিনি বলেছিলেন, ‘আমাকে বলো, এটা কার জীবন? এটা শুধু আমার একমাত্র মেয়ে সোনাক্ষীর জীবন, যাকে নিয়ে আমি খুব গর্বিত এবং অত্যন্ত পছন্দ করি। সে আমাকে তার শক্তির স্তম্ভ বলে। বিয়েতে আমি অবশ্যই থাকব। আর কেনই বা থাকব না’।
উল্লেখ্য, সোনাক্ষী এবং জাহির সাত বছর ধরে ডেটিং করছিলেন। এবং ২৩ জুন বিয়ে করেন তাঁরা। রেজিস্ট্রি করে বিয়ের পরে একটি ঘরোয়া উদ্যাপনও হয়েছিল। যেখানে অনেক বলিউড সেলিব্রিটিও উপস্থিত ছিলেন। হুমা কুরেশি, সিদ্ধার্থ, ইয়ো ইয়ো হানি সিং এবং আরও অনেকে এই জুটিকে আশীর্বাদ করতে উপস্থিত হয়েছিলেন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]