
নদীর ধারে কাদার মধ্যে হামাগুড়ি দিয়ে সামনের দিয়ে এগিয়ে আসছেন জায়েদ খান। সম্প্রতি এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তাতে লেখা, এভাবেই ভারত থেকে বাংলাদেশে রাসেলস ভাইপার সাপ এসেছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন এই চিত্রনায়ক।
গণমাধ্যমকে তিনি বলেন, মানুষ আসলে মজা করে। তাই যাতে মজা পায়, সেটাই করে। তবে সবকিছু নিয়ে আমি কথা বলতে চাই না।
জায়েদ খান আরও বলেন, এটি ‘সোনার চর’ চলচ্চিত্রের একটি স্থিরচিত্র। এটি নানা সময়েই ভাইরাল হয়েছে। এবার ভাইরাল হলো রাসেলস ভাইপার ইস্যুতে।
প্রসঙ্গত, ঈদের একদিন আগে মুম্বাই থেকে দেশে ফেরেন জায়েদ খান। ঈদের ছুটি শেষ না হতেই এবার উড়াল দিয়েছেন দুবাই। তার আগে লন্ডন মাতিয়ে আসেন তিনি। সব ঠিক থাকলে আগামী ৩ আগস্ট কানাডা মাতাতে যাবেন এই চিত্রনায়ক।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]