এই সুখ কতদিন টিকবে জানি না : চমক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ১১:৫৭
এই সুখ কতদিন টিকবে জানি না : চমক
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

সপ্তাহখানেক আগেই বিয়ে করে সংসার জীবনে পা রেখেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। অভিনেত্রীর স্বামী আজমান নাসির পেশায় একজন ব্যবসায়ী। পাশাপাশি অভিনয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।


বিয়ের পর থেকে আনুষ্ঠানিকভাবে তেমন কথা বলতে দেখা যায়নি চমককে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ে ও বরকে নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। প্রকাশ করেছেন নিজের ভালো লাগা ও অনুভূতি।


নিজের ফেসবুক পোস্টে চমক বলেন, ‘কোনো দামি শাড়ি, সোনা, গয়না, মোটা অঙ্কের দেনমোহর কিছুই না! ৯ টাকা দেনমোহরে, ৯০০ টাকার শাড়ি, হাজার টাকার রজনীগন্ধা, বান্ধবীর শাড়ি আর স্পনসর হিসেবে ইমিটেশনের গহনা পরেই বিয়েটা করলাম! মানুষটার সম্পদ বলতে কিছুই নেই, অতীতও খুব একটা মধুর নয়! কিন্তু রাজার মতো একটা মন আছে, যেখানে সে আমাকে রানির মতো রেখেছে। আমি সুখী। এই মুহূর্তে আমার মতো সুখী কজন আছে জানি না। আবার এই সুখ কত দিন টিকবে তা-ও জানি না।’


‘জন্ম, মৃত্যু, বিয়ে নাকি পূর্বনির্ধারিত ভাগ্য, তাহলে বিয়ে বিষয়টি নিয়ে কেন আমরা এত আলোচনা-সমালোচনা করি? বিধাতা আমার বিয়েটা এই মানুষটার সঙ্গেই লিখে রেখেছিল। এই মানুষটাকে সবাই প্রচণ্ড ধনকুবের কিংবা অসম্ভব ক্ষমতাশীল, খারাপ বা চরিত্রহীন মানুষ বলছে- অথচ এই মানুষটা এগুলোর একটাও না! টাকাপয়সা, ক্ষমতা বরং আমারই বোধ হয় একটু বেশি! এখন নিশ্চয়ই বলবেন তাহলে কেন তাকে বিয়ে করলাম?’


‘সারাদিন আমি কাজ করে বাড়ি ফিরলে মানুষটা জিজ্ঞাসা করে, রাতে কী খাবে? শরীর কেমন? প্রচণ্ড মাথাব্যথা ও জ্বরে মানুষটা আমার পাশে সারা রাত জেগে থাকে! আমার শুটিংয়ের ফাঁকে খোঁজ নিতে আসে এই কারণে যে আমার কিছু লাগবে কি না, অথবা অনর্থকই আমার পাশে বসে থাকে ঘণ্টার পর ঘণ্টা! আমার কাছে এসবের মূল্য টাকা দিয়ে বিচার হয় না! খুব সাধারণ চাওয়া-পাওয়া আমার। তাই খুব সাদামাটাভাবেই এই মানুষটিকে জীবনসঙ্গী করে নিলাম।’


‘এই মানুষটার সাথে সারাজীবন কাটিয়ে দেওয়ার ইচ্ছা আছে, বাকিটা ওপরওয়ালার ইচ্ছা। আপনারাও সুখে থাকুন, আমার জীবন নিয়ে নিজেদের মূল্যবান সময় নষ্ট না করে অল্পতেই সুখ খুঁজতে শিখুন! আপনার জীবনসঙ্গী কিংবা আশপাশের মানুষকে জাজ না করে ভালোবাসুন, ভালো থাকুন, ভালো রাখুন। আর বিয়েটা যেন টাকাপয়সা দেখানো, স্ট্যাটাস শো-অফের জন্য না হয়, বিয়েটা যেন হয় ভালোবাসার, ভালো থাকার।’


প্রসঙ্গত, মাত্র ৯ টাকা দেনমোহরে গত ২১ জুন ঘরোয়া আয়োজনে বিয়ে করেন চমক। অভিনেত্রীর বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে মাদরাসায়। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হলো, ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ ইত্যাদি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com