চমকের বিয়ে নিয়ে আবারো চমক!
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ১০:৩৬
চমকের বিয়ে নিয়ে আবারো চমক!
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

টেলিভিশনের নিয়মিত মুখ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বিয়ে নিয়ে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আংটিবদল এরপর গায়ে হলুদের খবর দেন অভিনেত্রী। এরপর চমক জানালেন ৯ টাকা মোহরানায় বিয়ে করেছেন তিনি।


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শনিবার (২২ জুন) চমক নিজেই বিয়ের খবর এবং ছবি প্রকাশ করেছেন। বিয়ের ছবিতে চমককে খুব সাধারণভাবে দেখা গেছে। একটি মাদরাসায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ছবিতে তাদের সঙ্গে সেখানের ছাত্র-ছাত্রীদেরও দেখা গেছে।


বিয়ের ছবি শেয়ার করে চমক লিখেছেন, বন্ধুরা, ৯ আমার জন্য সৌভাগ্যের নম্বর, যেহেতু আমার জন্মদিন ৯ জুলাই, তাই আমরা মোহরানা ৯ টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা দুজনেই বিশ্বাস করি যে একটি সুখী বিবাহিত জীবনের জন্য অর্থ কখনই গুরুত্বপূর্ণ নয়। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত ভালোবাসা, যা আমাদের সারা জীবন একসঙ্গে রাখবে বলে আমরা বিশ্বাস করি। চমক আরও লিখেছেন, কাছের কিছু মানুষকে নিয়ে আমরা একটি সাধারণ বিয়ের আয়োজন করেছি, মাদরাসার বাচ্চাদের নিয়ে খেয়েছি। আমরা এটিকে সহজ ও সাধারণ রাখতে চেয়েছি। আমাদের পরিবারের পক্ষ থেকে সবার প্রতি অনেক ভালোবাসা।


চমকের বরের নাম আজমান নাসির, পেশায় ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। চমকের সঙ্গে তাকে দেখা গেছে চলতি বছর এপ্রিলে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে।


শুক্রবার (২১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমের বিষয় বিষয়ে বলেছেন চমক। একাধিক ছবি পোস্ট করেছেন চমক। এবার গায়েহলুদের সাজে দেখা গেছে চমক ও তার হবু স্বামীকে। শাড়ি ও ফুল দিয়ে সেজেছেন চমক। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার (১৮ জুন) রাতে ভক্তদের আংটিবদলের খবর দিয়েছেন চমক। নিজের পছন্দের মানুষটির সঙ্গে আংটিবদল হয়েছে তার। বিশেষ দিনের দুটি ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা গেছে, লাল সেলয়ার কামিজ ও লাল পাঞ্জাবিতে সেজেছেন চমক ও তার হবু স্বামী। অন্য একটি ছবিতে দেখা গেছে দুজনের হাতে আংটি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com