‘ডুপ্লিকেট’ অমিতাভ বচ্চন আর নেই
প্রকাশ : ২৪ মে ২০২৪, ১২:২৭
‘ডুপ্লিকেট’ অমিতাভ বচ্চন আর নেই
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

রঅভিনেতা ফিরোজ খান। দেখতে হুবহু বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মতো। তাকে (ফিরোজ) বিগ বি-র ‘ডুপ্লিকেট’ বলা হতো। গতকাল বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই মারা যান তিনি।


শাহেনশাকে কপি করে নাম-খ্যাতি অর্জন করেছিলেন ফিরোজ। অবিকল বিগ বি-র মতো চুল, তার মতো দাড়ি! পোশাক-আশাক থেকে চলন-বলন সবকিছুই অমিতাভ বচ্চনকে নকল করতেন এ অভিনেতা।


অমিতাভের মিমিক্রি করে চর্চায় উঠে আসা ফিরোজ শুধু অমিতাভকে নকল করতেন না, তিনি ছিলেন অমিতাভের অন্ধ ভক্ত। সেই কারণেই হয়ত অমিতাভের সব সিনেমার সংলাপ গড়গড়িয়ে বলে চলতেন। সংলাপের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে কুড়াতেন ভক্তদের প্রশংসা।


ইনস্টাগ্রামে তার (ফিরোজ খান) ফলোয়ার সংখ্যা লক্ষাধিক। ‘জিজাজি ছাদ পর হ্যায়’ ‘সাহেব বিবি অউর বস’, ‘হাপ্পু কি উলটান পালটান’, ‘শক্তিমান’-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন এ ‘ডুপ্লিকেট অমিতাভ বচ্চন’।


দক্ষ মিমিক্রি আর্টিস্ট ছিলেন ফিরোজ। অমিতাভ বচ্চনের পাশাপাশি, শাহরুখ খান, ধর্মেন্দ্র, সানি দেওলের মতো তারকাদেরও নকল করার জন্য কুড়িয়েছেন দর্শকদের ভালোবাসা। তার হঠাৎ মৃত্যুর খবরে শোকস্তব্ধ ভক্তরা।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com