
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী তন্বী লাহা রায় মাকে হারিয়েছেন। হঠাৎ ফেসবুকে তন্বী মায়ের হাত হাত রেখে আবেগঘন স্ট্যাটাস দিয়ে মায়ের মৃত্যুর খবর জানালেন।
পোস্টে অভিনেত্রী লিখেছেন,’মা ও মা! এই হাত দিয়েই তো আগলে রাখতে আমাদের। বেরোলে বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়াতে যতক্ষণ পর্যন্ত না আমি গাড়ির ভেতর না যেতাম। সবাইকে নিজের হাতে বিভিন্ন ধরনের খাবার বানিয়ে দিতে। এই হাতেই বছরের পর বছর স্টেরয়েড, অ্যাসিড, স্যালাইন সব সহ্য করেছ। তুমি খুব কষ্ট পেয়েছ কিন্তু আমাদের দেখাও নি। নিজের ভাইকে ছোট বয়সে হারিয়েছ। মা তুমি বাবাকে চলে যেতে দেখেছ। এখন তাদের সঙ্গেই আছো নিশ্চয়ই?।’
মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ তন্বী বলেন, ’তুমি দেখেছ আমার প্রথম নিশ্বাস, আমি দেখলাম তোমার শেষ শেষ নিশ্বাস। অক্সিজেন মাস্কের ভিতর থেকে জোরে জোরে আওয়াজ করে নিশ্বাস নিতে নিতে, আসতে আসতে আওয়াজ কমল। কিন্তু, নিশ্বাস তখনও চলছে। ভাবলাম এই তো এবার ফিরছ বোধহয়! কিন্তু, খেয়াল করলাম তোমার চোখের পাতা নড়ছে না।’
তন্বী আরও লিখেছেন,’ডাক্তার এসে বলল আর কিছুক্ষণ। আমি মায়ের হাত শক্ত করে ধরেছিলাম। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মাকে ডাকছিলাম। মায়ের বেডে আমার চোখের জল পড়তেই নিজেকে সামলে নিলাম। ধীরে ধীরে মা মৃত্যুর কোলে ঢলে পড়লো।’
ধারাবাহিক নাটক মিঠাইয়ে অভিনয় করে ভক্তদের মন জায়গা করে নিয়েছেন তন্বী । সম্প্রতি অভিনেতা আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর বিয়েতেও জমিয়ে আনন্দ করতে দেখা গেছে তাকে।
তন্বীর মায়ের মৃত্যুতে অভিনেত্রী দেবলীনা কুমার, ধ্রুব জ্যোতি সরকার তার মায়ের আত্মার শান্তি কামনা করেছেন। সেই সঙ্গে কঠিন পরিস্থিতিতে মনকে শক্ত করার কথা বলেছেন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]