
কলকাতার প্রখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ২২ মার্চ বাড়ি ফিরেছেন তিনি।
এর আগে ১৯ মার্চ গুরুতর অসুস্থ হলে তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সব্যসাচীর হাসপাতালে ভর্তির খবর গোপন রেখেছিল তার পরিবার। তেমনি হাসপাতাল থেকে বাড়ি ফেরার খবরও জানায়নি পরিবার।
তবে হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বাড়ি ফিরেছেন পর্দার ‘ফেলুদা’। আগের থেকে এখন অনেকটাই ভালো আছেন।
এ প্রসঙ্গে সব্যসাচীর পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষ বলেন, ‘বাবা এখন খুব ভালো আছেন। চিকিৎসকেরা আপাতত কয়েক দিনের জন্য তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।’
পশ্চিমবঙ্গের ডাকসাইটে অভিনেতা সব্যসাচী। যেকোনো চরিত্র জীবন্ত করে তোলার ক্ষমতা আছে তার। তবে দর্শক তাকে আলাদা একটি জায়গা দিয়ে রেখেছেন সত্যজিৎ রায়ের গোয়েন্দা সিরিজ ‘ফেলুদা’র জন্য। এই চরিত্র তার গ্রহণযোগ্যতা যেন বাড়িয়ে দিয়েছিল।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]