
বলিউডে একের পর এক অন্দরে খবর আসছে। কারো বিয়ে আবার কারো মা হওয়ার খবর আসছে। কিছুদিন আগে দীপিকা পাড়ুকোন দিলেন নতুন আসার অতিথির খবর। এবার সেই গুঞ্জনের তোপের মুখে পরিণীতি। এবার বলিউড হার্টথ্রব নায়িকা ক্যাটরিনা কাইফ পড়েছে সেই গুঞ্জনের ফাঁদে।
এর আগে বিমানবন্দরে পাপারাৎজির ক্যামেরা বন্দি হয়েছেন পরিণীতি। এরপর থেকেই শুরু হয়েছে গুঞ্জন। তবে ক্যামেরায় ধরা পড়েই নেটিজেনরা বলছেন ক্যাটরিনার নতুন খবরের কথা। তিনিও কি মা হচ্ছেন?
তবে অভিনেত্রীর এই গুঞ্জন ওঠে আরও আগে কিন্তু সম্প্রতি ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আর রাধিকার প্রাক্-বিয়ের অনুষ্ঠানে ক্যাটরিনার পোশাক-আশাক দেখে সবার ধারণা এমনটাই।
বিয়ের উৎসব থেকে ফেরার পথে ক্যাটরিনাকে দেখা যায় হালকা গোলাপি রঙের ঢিলেঢালা পোশাক পরতে। তার স্বামী অভিনেতা ভিকি কৌশলের হাত ধরে সচেতনভাবে হাঁটতে দেখা যায় তাকে। ভিকিও বেশ সাবধানতা অবলম্বন করছেন বলে দেখা যাচ্ছে।
সামাজিক মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। তবে চারদিকে ছড়িয়ে পড়া এই গুঞ্জন নিয়ে মুখ খোলেননি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।
কিছুদিন আগে এমনই গুঞ্জনের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে ভক্তদের ধোঁয়াশায় না রেখে প্রকাশ করেছেন সত্যতা। তবে শেষ পর্যন্ত মা হওয়ার খবরে কুলুপ এটেছিলেন বিরাট-আনুশকা দম্পতি। দ্বিতীয় সন্তান আলোর মুখ দেখার পরই তারা বিষয়টি বাইরে প্রকাশ করেন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]