ভারতের রবীন্দ্র সংগীত শিল্পী রুনু দত্ত আর নেই
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০১:২১
ভারতের রবীন্দ্র সংগীত শিল্পী রুনু দত্ত আর নেই
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্যানসারের কাছে হার মানলেন ভারতের শ্রোতাপ্রিয় রবীন্দ্র সংগীতশিল্পী রুনু দত্ত। তার মৃত্যুর খবর গণমাধ্যমকে জানিয়েছেন সংগীতশিল্পী দেবজ্যোতি মিশ্র।


রুনু দত্ত প্রয়াত সুমিত্রা সেনের ছাত্রী ছিলেন। তার কণ্ঠের রবীন্দ্রসংগীতের সুর অসংখ্য মানুষের মন ছুঁয়েছে।


মৃত্যুর খবর জানিয়ে দেবজ্যোতি মিশ্র সোশ্যাল মিডিয়ায় লেখেন, রুনুদি চলে গেলেন, রুনু দত্ত। শ্রাবণী খবরটা দিল। আমার মনটা এক মুহূর্তেই চলে গেল সেই ‘গানের ওপারে’র দিন গুলোতে। রবীন্দ্রনাথের গান নিয়ে করা একটা অসম্ভব গুরুত্বপূর্ণ কাজ ঋতু, ঋতুপর্ণ আর আমার।


তিনি আরও লেখেন, যখন করে ছিলাম তখন বুঝতে পারিনি কিন্তু পরবর্তী সময়ে অনেক মানুষ বলেছেন একথা। এবং এটা সম্ভব হয়েছিল যে দুজন মানুষের জন্য তারা শ্রাবণী এবং রুনুদি। রুনুদি ছিলেন সুমিত্রা সেনের একেবারে প্রথম তিনজন ছাত্রীর একজন।


রবীন্দ্রসংগীত শিল্পী রুনু দত্তর মৃত্যুতে ভারতের সংগীত ভুবনে শোকের ছায়া নেমে এসেছে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com