
বলিউড ছেড়ে হলিউডে পোক্ত স্থান করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ফের দিলেন নতুন সিনেমার ঘোষণা। এই ছবিতে এক ঝাঁক হলিউড তারকার পাশাপাশি প্রিয়াঙ্কাকেও দেখা যাবে। তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। এমন চরিত্রে তাকে আগে দেখা যায়নি।
প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে দেখা যাবে কার্ল আরবানকে। খবর অনুযায়ী, অনেকদিন পরে হলিউডে জলদস্যুদের নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। আর প্রিয়াঙ্কা এই প্রথম জলদস্যুর ভূমিকায় অভিনয় করতে চলেছেন। দেশি গার্ল নিজেও জানিয়েছেন, একটা সময় ছিল, যখন আমরা ভাবতাম, ভালো মানুষ হলে তাকে ঈশ্বর জলদস্যু হওয়ার সুযোগ করে দেন।
প্রসঙ্গত, প্রিয়াঙ্কা সহজে কিন্তু এই জায়গা পাননি। একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ১০ বছর লেগেছিল তার হলিউডের সিনেমায় সুযোগ পেতে। সহজ কথা নয়। তাকে যদি এত পরিশ্রম করতে হয় তাহলে বাকিদের অবস্থা ঠিক কেমন?
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]