
গত মাসের ১৬ তারিখে নিজের বিচ্ছেদের খবর দিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। ফেসবুকে এক ভিডিও বার্তায় স্বামী রকিব সরকারের সঙ্গে সংসার ভাঙার খবর জানালেও কারণ স্পষ্ট করেননি তিনি।
বিচ্ছেদের ঘোষণার পর ফেসবুকে বিভিন্ন সময় করা পোস্টে নিজের একাকিত্বে ভোগা ও আস্থাহীনতার বিষয় তুলে ধরেছেন তিনি।
তবে রবিবার (৩ মার্চ) ভোর রাতে স্বামী রকিবের সাথে একটি ভিডিও পোস্ট করেছেন মাহি।
ক্যাপশনে লেখেন, ‘যদিও এটি আমাদের মধ্যে শেষ হয়ে গেছে এবং আমি তোমাকে আমার জীবনে ফিরে পেতে চাই না, এই ভালোবাসা আমাদের ইতিহাসের অংশ হয়ে যাবে। মৃত্যুর আগ পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে।’ শেষে হৃদয়ভাঙার ইমোজি জুড়ে দিয়েছেন অভিনেত্রী।
ভিডিওতে দেখা যায়— সমুদ্র সৈকতের ধারে স্বামীর সঙ্গে বাইকে ঘুরে-বেড়াচ্ছেন মাহি।
অন্যদিকে বিচ্ছেদ প্রসঙ্গে এবার গণমাধ্যমে কথা বলেছেন রকিব সরকার। বলেন, গত বছরের জুন মাস থেকে আমরা আলাদা থাকতে শুরু করেছি। আমি ও মাহি উত্তরার বাসায় আলাদা থাকতাম।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]