
সিনথিয়া ইসলাম তিশার বাবার বিষয়ে ‘এক্সক্লুসিভ’ তথ্য জানাতে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন আলোচিত তিশা-মুশতাক দম্পতি।
সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছবি ও ভিডিও নিয়ে ‘অসত্য, মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট’ তথ্য প্রচার হচ্ছে দাবি করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি এ ধরনের তথ্য পরিবেশন থেকে বিরত থাকতে ৭ দিনের সময় দিয়ে বাবা মো. সাইফুল ইসলামকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন সিনথিয়া ইসলাম তিশা।
শনিবার (২ মার্চ) তিশা-মুশতাকের পক্ষে অ্যাডভোকেট হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটসের সত্ত্বাধিকারী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
একই দিন বিকেলে গুলশান-১ নম্বরের একটি বাড়িতে ওই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের বিকেলের ওই সংবাদ সম্মেলন কাভার করার আমন্ত্রণ জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বর্তমান সময়ে বাংলাদেশে আলোচিত দম্পতি সিনথিয়া ইসলাম তিশা এবং খন্দকার মুশতাক আহমেদের পক্ষে বিগত ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অ্যাডভোকেট হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটসের স্বত্বাধিকারী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার বিটিআরসির চেয়ারম্যান এবং সিনথিয়া ইসলাম তিশার বাবা সাইফুল ইসলামকে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন।
কেন সেই লিগ্যাল নোটিশ পাঠানো হলো সে বিষয়ে বিস্তারিত জানানোর পাশাপাশি সাইফুল ইসলামের বিষয়ে ‘এক্সক্লুসিভ’, অজানা তথ্যাদি জানানোর জন্য আজ ২ মার্চ, ২০২৪ ইং ফুড প্যালেস, বাড়ি নম্বর- এসডব্লিউএফ ৪/এ, রোড নম্বর- ১, গুলশান-১ (ড. ফজলে রাব্বি পার্কের উত্তর অংশে নিকেতন গেট-১ এর কাছে বিকেল ৪টায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]