
বলিউডে গেল কয়েক বছর ধরে নায়িকাকেন্দ্রিক গল্প নিয়ে বেশ কিছু সিনেমা তৈরি হয়েছে। যেগুলো দর্শকদের কাছে প্রশংসিত হওয়ার পাশাপাশি বক্স অফিসেও বেশ সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতায় এবার নারীকেন্দ্রিক গল্পকে কেন্দ্র করে আসছে ‘ক্রু’ সিনেমাটি। যেখানে প্রথমবারের মত
এক হচ্ছেন বলিউড অভিনেত্রী টাবু, কারিনা কাপুর খান এবং কৃতি শ্যানন।
‘ক্রু’ সিনেমার ফার্স্টলুক পোস্টারেই দুষ্টুমির আভাস দিয়েছিলেন এই তিন বলিউড সুন্দরী। এবার সিনেমার টিজারে তুলকালাম কাণ্ড বাঁধালেন তারা।
সিনেমাটি পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণাণ। আর প্রযোজনা করেছেন একতা কাপুর ও রিয়া কাপুর।
আদ্যোপান্ত কমেডির মোড়কেই সাজানো হয়েছে গল্প। আর তাতে বিমান সেবিকার ভূমিকায় দেখা যাচ্ছে কারিনা, টাবু ও কৃতী। তবে এই ক্রুরা যত মিষ্টি ততই ডানপিটে। তাই তো টাবু চরিত্রকে বলতে শোনা যাচ্ছে, উচিত হোগা কে আপ আপনি পাতলুন কে পেটি কো কসকে বাঁধলে।
আগামী ২৯ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে ‘ক্রু’। প্রযোজক একতা কাপুর জানিয়েছেন, এয়ারলাইন ইন্ডাস্ট্রির অনেক অজানা গল্প তুলে ধরা হবে এ সিনেমায়। বিমানসেবিকাদের সংগ্রামের গল্প জানা যাবে। সিনেমাটি শুধু দর্শকদের মনোরঞ্জন করবে তা-ই নয়, অনুপ্রাণিতও করবে।
কারিনা, টাবু ও কৃতী ছাড়াও নতুন এই সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পাঞ্জাবি রকস্টার দিলজিৎ দোসাঞ্জ। ক্যামিও চরিত্রে দেখা যাবে হিন্দি টেলিভিশনের কৌতুক সম্রাট কপিল শর্মাকে।
এ ছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, রাজেশ শর্মার মতো অভিনেতা। আগামী ২৯ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে সিনেমাটি।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]