
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। আগামী ১৯ এপ্রিল নির্বাচনি মাঠে মুখোমুখি হতে যাচ্ছেন শিল্পীরা। নির্বাচনের আগে এবার ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নিপুণ আক্তার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেলেন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) অভিনেত্রী ডিবি কার্যালয়ে ফুল হাতে নিয়ে ডিআইজি হারুন অর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিকেল ৩টা নাগাদ ডিবি অফিসে পোঁছান তিনি। সেখান থেকে বের হন ৩টা ৫০ মিনিটে।
ডিআইজি হারুন অর রশিদ তার ফেসবুক পেজে নিপুণের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। এসময় ক্যাপশনে তিনি লিখেছেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ঢাকাইয়া সিনেমার নায়িকা নিপুন আক্তার আজ ডিবি কার্যালয় আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন।
অন্যদিকে ওই পোস্টটি শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেন অভিনেত্রী। এছাড়া ডিআইজি হারুন অর রশিদকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ডিবিতে নিপুণের যাওয়াকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। তবে নিপুণ ডিবি কার্যালয়ে থেকে বের হয়ে বলেন, ব্যক্তিগত কারণে তিনি সেখানে গেছেন। এটি ছিল সৌজন্য সাক্ষাৎ।
চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউ কেউ মনে করছেন, আসন্ন এপ্রিলে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। নির্বাচনে কেউ যেন প্রভাব বিস্তার না করতে পারে একারণেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ডিবিপ্রধানের সঙ্গে নিপুণের এই সাক্ষাৎ। আবার অনেকেই মনে করছেন কিছুদিন আগে জায়েদ খানের মন্তব্যকে ঘিরেই ডিবি কার্যালয় গিয়েছেন নিপুণ।
এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে ভোটযুদ্ধে অংশ নেবেন তিনি। আগামী ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]