
বাবা হলেন ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় মনোজ চরিত্রে অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী শীতল ঠাকুর।
বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে ইনস্টাগ্রামে সুসংবাদ ভাগ করে নিয়েছে বিক্রান্ত ও শীতল। দুজনে একসঙ্গে একটি পোস্ট করেছেন। ৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখটি উল্লেখ করে লিখেছেন, ‘আমরা আজ এক হয়েছি। আমাদের কোল আলো করে এসেছে আমাদের ছেলে। আনন্দ আর ভালোবাসায় ভাসছি আমরা দুজন।’
উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন বিক্রান্ত ও শীতল। এরপর ১৮ জানুয়ারি হিমাচল প্রদেশে সব নিয়মনীতি মেনে হয় সামাজিক বিয়ে। ওয়েব সিরিজ ‘ব্রোকেন বাট বিউটিফুল’-এর প্রথম সিজনে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। সেখান থেকেই আলাপ। তারপর বন্ধুত্ব ও মন দেওয়া-নেওয়া। ২০১৯ সালে তাদের বাগদান হলেও করোনা মহামারির কারণে বিয়ে পিছিয়ে যায়।
প্রসঙ্গত, ওটিটির পর্দায় দীর্ঘদিন ধরেই প্রশংসা কুড়িয়েছেন বিক্রান্ত ম্যাসি। সর্বশেষ বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েলভথ ফেল’ তাঁকে এনে দিয়েছে খ্যাতি। আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার চরিত্রে অভিনয় করেছেন তিনি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]