
শীতের পড়ন্ত বেলায় টলিউডে ছন্দপতন! অভিনেত্রী শ্রীলা মজুমদার না ফেরার দেশে চলে গেছেন। ৬৫ বছর বয়সী এই অভিনেত্রী গত ৩ বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন।
কিন্তু, আজ পর্যন্ত কাউকে জানতে দেননি যে ক্যান্সারে আক্রান্ত তিনি। বরং নিজের লড়াই, নিজেই করেছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার টালিগঞ্জের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। অবশেষে লড়াই শেষ প্রয়াত স্বর্ণযুগের এই অভিনেত্রীর।
২৭ জানুয়ারি, শনিবার রাতেই কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে শ্রীলা মজুমদারের।
গত বছর নভেম্বর মাসে শারীরিক অবস্থার অবনতি হয় শ্রীলার। শেষ তাকে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘পালান’ সিনেমায় দেখা গেছে।
১৯৮০ সালে মৃণাল সেনের ‘পরশুরাম’ ছবির মাধ্যমে অভিনয় জগতে হাতেখড়ি শ্রীলার। তখন শ্রীলার বয়স ১৬ বছর। তার পর ‘এক দিন প্রতি দিন’, ‘আকালের সন্ধানে’, ‘খারিজ’-এর মতো উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেছেন শ্রীলা। শাবানা আজমি, স্মিতা পাতিল, নাসিউরুদ্দিন শাহের মতো অভিনেতাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন তিনি।
শ্যাম বেনেগালের পরিচালনায় তিনি কাজ করেছেন ‘আরহণ’, ‘মান্ডির’ মতো সিনেমায়।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]