
বছরটা ভালোভাবে শুরু হলো না টালিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। কারণ ২০২৩ সালের শেষ মুহূর্তে তাকে ছেড়ে চলে গেছে তার প্রিয় পোষ্য ফিনি (কুকুর ছানা)। প্রাণীটিকে ঘিরেই অনেকটা সময় কাটত অভিনেত্রীর। তাই সেটিকে হারিয়ে মন ভারাক্রান্ত সায়ন্তিকার।
ইনস্টাগ্রামে পোষ্যটির সঙ্গে কিছু ছবি পোস্ট করেছেন সায়ন্তিকা। পোস্টটি লিখেছেন ইংরেজিতে। যেটির অনুবাদ দাঁড়ায়, ‘ফিনি, তুমি একটি দেবদূত। আমাদের কাউকে কখনও কষ্ট দাওনি তুমি। এমনকি যেদিন তুমি চলে গেছ, সেদিনও। তুমি সব সময় আমাদের অন্তরে থাকবে। বিশেষ করে মা ও বাবার।
তিনি আরও লেখেন, তুমি চলে যাওয়ার পর যে শূন্যতা তৈরি হলো, তা মোকাবিলা করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে তারা। আমি নিশ্চিত যে তারা শিগগিরই নিজেদের মনকে স্থির করতে পারবে। কারণ এটা তো সত্যি যে ‘শো মাস্ট গো অন’।
পরিশেষে তিনি লেখেন, বছরের শেষদিনে আমি তোমাকে বলতে চাই- তুমি আমাদের জীবনের একটি আশীর্বাদ ছিলে। বাবা, মা, সিরাজ, টিকি, কালুয়া ও আমি। আমরা সবাই তোমাকে মিস করছি।
তবে তার পোস্ট থেকে বোঝা যাচ্ছে না, পোষ্যটি মারা গেছে না কি হারিয়ে গেছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]