শিরোনাম
হাসান জাহাঙ্গীরের ‘চাপাবাজ’-এ তারা পাঁচজন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৬, ০০:৫৯
হাসান জাহাঙ্গীরের ‘চাপাবাজ’-এ তারা পাঁচজন
অভি মঈনুদ্দীন
প্রিন্ট অ-অ+

এর আগে নাট্যনির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর অনেক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। বিশেষ করে তার নির্দেশিত আরটিভিতে প্রচারিত ‘বয়রা পরিবার’ দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিলো। এবার সেই দর্শকপ্রিয়তাকে লক্ষ্য করেই হাসান জাহাঙ্গীর তার রচনা ও নির্দেশনায় নির্মাণ করেছেন নতুন মেগা ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’।


এরইমধ্যে নাটকটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে রাজধানীর অদূরে পূবাইলে। দুটি পরিবারের পারিবারিক কমেডির মধ্যদিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই নাটকে। নির্মাতা জানান ‘চাপাবাজ’ পুরো কমেডি ঘরানারই একটি নাটক। তবে এবার হাসান জাহাঙ্গীর তার নতুন ধারাবাহিকে কিংবদন্তী তারাকাদের এক মিলন মেলা ঘটানোর চেষ্টা করেছেন। তার নতুন এই ধারাবাহিকে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত এটিএম শামসুজ্জামান, চিত্রনায়িকা সুজাতা, ড. এনামুল হক, ফেরদৌসী লীনা ও শবনম পারভীন। যথারীতি নাটকের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে হাসান জাহাঙ্গীর নিজেও অভিনয় করছেন।


নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে বৈশাখী টিভিতে মেগা ধারাবাহিকটি প্রচার শুরু হবে। এতে অভিনয় প্রসঙ্গে এটিএম শামসুজ্জামান বলেন,‘ এর আগে আমি হাসান জাহাঙ্গীরের নির্দেশনায় বয়রা পরিবার, রঙ্গের দুনিয়া, কথা কাজে মিল নাই’সহ দশটিরও বেশি নাটকে অভিনয় করেছি। সে খুব যতœ নিয়েই কাজ করে। তার নতুন এই ধারাবাহিকটির গল্প আমার কাছে খুবই ভালোলেগেছে। আশাকরি নাটকটি দর্শক অনেক ভালোলাগা নিয়েই উপভোগ করবেন। ’ সুজাতা বলেন,‘ আমিতো এমনিতেই কম কাজ করি। চাপাবাজ নাটকের স্ক্রিপ্টটা আমার কাছে গতানুগতিক মনে হয়নি। তাই বেশ আগ্রহ নিয়ে কাজটি করেছি।


দর্শকের ভালোলাগবে এটা নিশ্চিত বলা যায়।’ ফেরদৌসী লীনা বলেন,‘ হাসান অনেক যতই নিয়েই কাজটি করেছেন। যেহেতু পুরো কমেডি ঘরানার একটি নাটক। তাই অনেক আনন্দের মধ্যদিয়েই আমরা কাজটি করেছি। বাকীটুকু দর্শকের উপর নির্ভর করছে।’ পরিচালক হাসান জাহাঙ্গীর জানান এই ধারাবাহিকে আরো অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, প্রাণ রায়, ইশানা, শম্পা’সহ আরো অনেকে। ত্রিশ জনেরও বেশি অভিনয়শিল্পী এতে অভিনয় করেছেন।


এদিকে হাসান জাহাঙ্গীর চলতি সপ্তাহেই নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু করতে যাচ্ছেন। তবে ‘চাপাবাজ’ নিয়েই তার এখন যতো ভাবনা। নাটকটি প্রসঙ্গে ড. এনামুল হক বলেন,‘ গল্পটা বেশ ভালো। তাই শহর থেকে অনেক দূরে গিয়ে কাজটি করেছি বেশ আন্তরিকতা নিয়েই। দর্শক এই ধরনের হাসির নাটকই আসলে দেখতে চান। ’



বিবার্তা/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com