‘মুজিব: একটি জাতির রূপকার’
প্রত্যেকে বলেছিলেন ভুল কাস্টিং হয়েছে : আরিফিন শুভ
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ১০:৫৯
প্রত্যেকে বলেছিলেন ভুল কাস্টিং হয়েছে : আরিফিন শুভ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলতি মাসেই দেশে মুক্তি পেয়েছে শ্যাম বেনেগাল পরিচালিত ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’।


২৭ অক্টোবর, শুক্রবার বঙ্গবন্ধু মুজিবুর রহমানের এই বায়োপিক ভারতে মুক্তি পাচ্ছে। বৃহস্পতিবার শহরে ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রাভিনেতা আরিফিন শুভ।


সেখানে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রত্যেকে বলেছিলেন ভুল কাস্টিং হয়েছে! সমাজমাধ্যমে যে যা লিখেছিলেন, সবটা আমি দেখেছি। এখন তারাই প্রশংসা করছেন।


তিনি আরও বলেন, শ্যাম বেনেগাল এই উপমহাদেশের একজন কিংবদন্তি পরিচালক। তার সিদ্ধান্তকে সহজে ফেলে দেওয়া যায় না।


শ্যাম বেনেগাল তাকে বকাবকি করেছেন? অভিনেতা হেসে বললেন, উনি সুইট হার্ট। শুধু ফ্রেম করার সময় ক্যামেরার সামনে দিয়ে কেউ হেঁটে গেলে উনি রেগে যান।


সিনেমা দেখার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে কী রকম প্রতিক্রিয়া পেলেন? আরিফিন শুভ বললেন, বলা খুব কঠিন। কারও পরিবারের সদস্যদের এক রাতে যদি গুলি করে মারা হয়, তার পর সেই মানুষটা স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। সেই মানুষটা সিনেমা দেখার পর খুব ভালো অভিনয় করেছি বলবেন সেই প্রত্যাশা করিনি। চোখের জলে অন্ধকার অতীত দেখে তিনি আর কী বলতে পারেন!


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com